বিসিবি নির্বাচন ঘিরে নতুন গুঞ্জন, মুখ খুললেন তামিম

০৬ অক্টোবর ২০২৫, ০৫:০৮ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৫:০৯ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

নানা জল্পনা-কল্পনা ও বাধা পেরিয়ে অবশেষে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। যদিও, দীর্ঘ ১৫ বছর পর এবার একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের প্রত্যাশায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। শুরুর দিকে সেই প্রতিদ্বন্দ্বিতার আভাসও পাওয়া গিয়েছিল, বিশেষ করে সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবালের মুখোমুখি লড়াই ঘিরে।

তবে সেই প্রতিদ্বন্দ্বিতা বেশিদিন স্থায়ী হয়নি। নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম, কারচুপি ও ফিক্সিংয়ের অভিযোগ তুলে শেষপর্যন্ত সরে দাঁড়ান তামিমপন্থীরা। ফলে অনেকটাই একপাক্ষিক রূপ নেয় নির্বাচন। এতে, বুলবুলের সভাপতি পুনর্নির্বাচিত হওয়া শুধুই সময়ের ব্যাপার বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ না হলেও, ফলাফল নিয়ে খুব বেশি জটিলতা বা অপ্রত্যাশিত কিছু ঘটবে, এমন কোনো সম্ভাবনা দেখছেন না কেউই। যদিও নির্বাচনে তামিমের ভোট দেওয়া নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি অস্বীকার করেছেন সাবেক এই অধিনায়ক।

সোমবার (৬ অক্টোবর) বিসিবি নির্বাচন সমাপ্ত হওয়ার পরপরই এই বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন তামিম।

এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, স্ট্যাটাসে তামিম লিখেছেন, অনেক মিডিয়ায় ও নানা মাধ্যমে দেখতে পাচ্ছি যে, বলা হচ্ছে বিসিবি নির্বাচনে আমি ভোট দিয়েছি। তা মোটেও সত্যি নয়। 

তিনি আরো লেখেন, আমি ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম আগে, কারণ দেশের বাইরে ছিলাম। কিন্তু ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচনে অংশ নেইনি বা ভোট দেইনি।

উল্লেখ্য, রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এই নির্বাচনের ভোটগ্রহণ। রাতেই এই নির্বাচনের ফলাফল ঘোষণার কথা রয়েছে।

ক্যাটাগরি-১ থেকে আগেই ৬ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এছাড়া ঢাকা বিভাগ থেকে অলিখিতভাবেই নির্বাচিত হয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। এবার রাজশাহী ও রংপুর বিভাগ থেকেও নির্বাচিত দুই পরিচালক পেতে যাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।

ঢাকা মহানগরীর ক্লাব ক্যাটাগরিতেও অলিখিতভাবেই নির্বাচিত ছিলেন ১২ পরিচালক। কেননা, তামিম ইকবালপন্থীরা শেষমুহূর্তে সরে দাঁড়ানোর জৌলস হারিয়ে সহজ অঙ্কে রূপ নিয়েছিল নির্বাচন। তাই, নির্বাচন কমিশনারের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ছিলেন গ্রিন সিগন্যাল পাওয়া সেসব অলিখিত পরিচালকরা।

নির্বাচনে আলোচিত ক্লাব ক্যাটাগরিতে ভোটারদের উপস্থিতিও তুলনামূলকভাবে কম দেখা গেছে, যা ভোটগ্রহণ প্রক্রিয়ার অন্যতম ব্যতিক্রম হিসেবে নজরে এসেছে। বিসিবির পরিচালনা পর্ষদের ২৫ সদস্যের মধ্যে ১২ জনই ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হচ্ছেন। সবমিলিয়ে এবারের নির্বাচনে ৭৬ জন ক্লাব কাউন্সিলর তাদের ভোটে ১৫ জন প্রার্থীর মধ্য থেকে ১২ জনকে বেছে নেন। এছাড়া ক্যাটাগরি-৩ এ একটি পদের বিপরীতে খালেদ মাসুদ পাইলট ও দেবব্রত পাল লড়ছেন।

রিলেশনশিপ অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন শেষ ২…
  • ১৬ জানুয়ারি ২০২৬
উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ছয়
  • ১৬ জানুয়ারি ২০২৬
৩১ জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়ন না হলে আত্মহনন কর্মসূ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
পরিচালক নাজমুল শোকজের জবাব না দিলে যা করবে বিসিবি
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওয়ালটন নেবে বিজনেস এক্সপানশন অফিসার, পদ ১০, আবেদন শেষ ২৩ জ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রংপুরের অধিনায়কত্ব ছাড়লেন সোহান, নেতৃত্বে লিটন দাস
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9