বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড সভাপতি মানহাসের বেতন কত
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬ AM
ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রভাবশালী,ধনী ক্রিকেট বোর্ড; ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)–এর নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মিঠুন মানহাস। রবিববার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় ৪৫ বছর বয়সী মানহাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। তিনি সাবেক সভাপতি রজার বিনির স্থলাভিষিক্ত হলেন।
ভারতের জাতীয় দলে কখনো না খেললেও, ঘরোয়া ক্রিকেটে মানহাস ছিলেন এক পরিচিত ও নির্ভরযোগ্য নাম। বীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীররা যখন আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকতেন, তখন দিল্লি দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মানহাস। তাঁকে ভারতের অন্যতম সেরা ঘরোয়া ব্যাটসম্যান হিসেবেও বিবেচনা করা হয়।
২০১৭ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর মানহাস ক্রিকেট প্রশাসন ও কোচিংয়ে সক্রিয় হন। তিনি বিসিসিআইয়ের উপকমিটির সদস্য হিসেবে জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্ব পালন করেন। পাশাপাশি, কোচ ও কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস, গুজরাট টাইটানস এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে।
বেতন নেই, তবে সুবিধা অনেক
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই সভাপতির পদটি সম্মানসূচক। নির্দিষ্ট মাসিক বা বাৎসরিক বেতন নেই। তবে ভাতা ও নানা সুযোগ-সুবিধা পাবেন তিনি, বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষরা যে বেতন-ভাতা পান, তেমনই।
বিসিসিআই সভাপতির আর্থিক সুযোগ-সুবিধা
মিটিংয়ের জন্য দৈনিক ভাতা: দেশের ভেতরে মিটিংয়ের জন্য ৪০ হাজার রুপি (প্রায় ৫৪ হাজার টাকা), আন্তর্জাতিক মিটিংয়ে দৈনিক ১ হাজার মার্কিন ডলার (প্রায় ১ লাখ ২২ হাজার টাকা)।
সফরের ভাতা: দেশের ভেতরে দৈনিক ৩০ হাজার রুপি।
ভ্রমণ ও থাকা: দেশে বিজনেস ক্লাসে ভ্রমণ, বিদেশ সফরে ফার্স্ট ক্লাস বা বিজনেস ক্লাসে ভ্রমণ, আর থাকার ব্যবস্থা বিলাসবহুল হোটেলের স্যুটে।
সভাপতির ক্ষমতা ও দায়িত্ব
বিসিসিআই সভাপতি হিসেবে ভারতের ঘরোয়া টুর্নামেন্ট, জাতীয় দলের ব্যবস্থাপনা থেকে শুরু করে আইসিসি-সম্পর্কিত আন্তর্জাতিক ক্রিকেটবিষয়ক বড় সিদ্ধান্তগুলো এখন মানহাসের হাতে। ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা আর প্রশাসনিক নেতৃত্ব—দুয়ের সমন্বয়ে ভারতীয় ক্রিকেটকে কার্যকরভাবে এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন তাঁর।
বিসিসিআইয়ের নতুন কর্মকর্তারা
সভাপতি: মিঠুন মানহাস (জম্মু ও কাশ্মীর)
সহসভাপতি: রাজীব শুক্লা (উত্তর প্রদেশ)
সাধারণ সম্পাদক: দেবজিত সাইকিয়া (আসাম)
যুগ্ম সম্পাদক: প্রভতেজ সিং ভাটিয়া (ছত্তিশগড়)
কোষাধ্যক্ষ: রঘুরাম ভাট (কর্ণাটক)
আইপিএল চেয়ারম্যান: অরুণ সিং ধুমাল (হিমাচল প্রদেশ)
আইপিএল জিসি সদস্য: মামন মজুমদার (মিজোরাম)
অ্যাপেক্স কাউন্সিল সদস্য: জয়দেব শাহ (সৌরাষ্ট্র)