ভারতের বিপক্ষে নামার আগে সুখবর পেল টাইগাররা

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৯ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় বাংলাদেশের সাইফ হাসানের ১৩৩ ধাপ উন্নতি হয়েছে। অন্যদিকে বোলারদের তালিকায় পেসার মোস্তাফিজুর রহমানের-ও উন্নতি হয়েছে, শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন তিনি। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

চলমান এশিয়া কাপে শুরুর দিকে খেলার সুযোগ পাননি সাইফ। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচে একাদশে সুযোগ পান তিনি। আফগানিস্তানের বিপক্ষে ওই ম্যাচে ২৮ বলে ৩০ রান করেন সাইফ।

সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেন সাইফ। ২ চার ও ৪ ছক্কায় ৪৫ বলে ৬১ রানের ম্যাচ জয়ী ইনিংসও খেলেন এই ওপেনার। পরপর দুই ম্যাচে দারুণ ব্যাটিং নৈপুণ্যে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন সাইফ। ১৩৩ ধাপ এগিয়ে ৪২৩ রেটিং নিয়ে ৮১তম স্থানে উঠেছেন এই ডানহাতি ব্যাটার। 

অধিনায়ক লিটন দাস ও তাওহীদ হৃদয়েরও উন্নতি হয়েছে। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ৯ ও শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রান করেন লিটন। দুই ধাপ এগিয়ে ৫৫৪ রেটিং নিয়ে ৪০তম স্থানে উঠেছেন উইকেটকিপার এই ব্যাটার। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে ২৬ রান করার পর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হৃদয়। ৪ চার ও ২ ছক্কায় ৩৭ বলে ৫৮ রান করেন তিনি। এতে ৭ ধাপ এগিয়ে ৪১তম স্থানে জায়গা করে নিয়েছেন ৫৫২ রেটিং অর্জন করা হৃদয়। 

এশিয়া কাপে এখন পর্যন্ত ৭ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। এর মধ্যে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সমান তিনটি করে মোট ৬ উইকেট শিকার করেন দ্য ফিজ। তাই বোলারদের তালিকায় ৬ ধাপ এগিয়ে ৬৬০ রেটিং নিয়ে নবমস্থানে জায়গা করে নিয়েছেন দ্য ফিজ।

স্পিনার মাহেদি হাসানেরও তিন ধাপ উন্নতি হয়েছে। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ২৫ রানে ২ উইকেট নেন তিনি। ৬২৯ রেটিং নিয়ে ১৭তম স্থানে উঠে এসেছেন তিনি। অন্যদিকে পেসার তানজিম হাসান সাকিবের দুই ধাপ উন্নতি হয়েছে। ৫২৬ রেটিং নিয়ে ৪০তম স্থানে তিনি। 

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ব্যাটিং-বোলিং ও অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ভারতের তিন ক্রিকেটার অভিষেক শমা-বরুণ চক্রবর্তী এবং হার্দিক পান্ডিয়া।

বিএনপির দাবির পর পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি
  • ১৭ জানুয়ারি ২০২৬
সিসিইউতে মাহমুদুর রহমান মান্না
  • ১৭ জানুয়ারি ২০২৬
ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পে স্কেলের জন্য অর্থ সংস্থান সরকারের, সংশোধিত বাজেটে বাড়ল ব…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ফের ইসলামী আন্দোলনের সাথে বসতে পারে ১০ দল?
  • ১৭ জানুয়ারি ২০২৬
রিইউনিয়নে এসে না ফেরার দেশে বাকৃবির প্রাক্তন শিক্ষার্থী
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9