নুর আহমাদ জাদরান ও মুজিব উর রহমান © সংগৃহীত
এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে আফগানিস্তান। ১৮ সেপ্টেম্বর আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের হারের মধ্য দিয়ে শেষ হয় তাদের টুর্নামেন্ট। বিদায়ের রেশ কাটতে না কাটতেই এবার আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তির মুখে পড়লেন দুই আফগান স্পিনার-মুজিব উর রহমান ও নুর আহমাদ জাদরান।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই ক্রিকেটারকে আইসিসির আচরণবিধির ধারা ১ লঙ্ঘনের জন্য তিরস্কার করা হয়েছে এবং তাঁদের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। গত ২৪ মাসে এটাই তাঁদের প্রথম শাস্তি হওয়ায় বড় ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই, তবে ভবিষ্যতের জন্য সতর্কতা হিসেবে থেকে যাবে।
নুর আহমাদের বিরুদ্ধে আইসিসির ধারা ২.৮ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এই ধারা অনুযায়ী, আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে অসন্তোষ দেখালে শাস্তির বিধান রয়েছে। শ্রীলঙ্কার ইনিংসের ১৭তম ওভারে নুরের একটি বলকে আম্পায়ার ওয়াইড ডিক্লেয়ার করলে তিনি তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন, যা আচরণবিধির পরিপন্থী।
অন্যদিকে, মুজিব উর রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আইসিসির ধারা ২.২ ভঙ্গের। ম্যাচ চলাকালে তিনি তোয়ালে দিয়ে স্টাম্প ভেঙে ফেলেন, যা অশোভন আচরণ হিসেবে গণ্য হয়েছে।
মাঠের আম্পায়ার আসিফ ইয়াকুব ও বীরেন্দ্র শর্মা, তৃতীয় আম্পায়ার ফয়সাল আফ্রিদি এবং চতুর্থ আম্পায়ার রোহান পন্ডিত এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। আইসিসির এলিট প্যানেলভুক্ত ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন অভিযোগ যাচাই করে শাস্তি প্রদান করেন। তবে দুই ক্রিকেটারই তাঁদের দোষ স্বীকার করায় আলাদা শুনানির প্রয়োজন হয়নি।