এশিয়া কাপের মহারণ শেষেই আফগানিস্তান অভিযানে নামবে বাংলাদেশ দল © ফাইল ছবি
এশিয়া কাপের মহারণ শেষেই আফগানিস্তান অভিযানে নামবে বাংলাদেশ দল। আফগানদের বিপক্ষে সাদা বলের দুটি সিরিজ খেলবে লিটন দাসের দল। আসন্ন দুটি ফরম্যাটের সিরিজের জন্য আলাদা আলাদা স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় স্কোয়াড থেকে দুই অভিজ্ঞ অলরাউন্ডার গুলবাদিন নাইব ও করিম জানাত, সঙ্গে বাঁহাতি পেসার ফজলহক ফারুকি বাদ পড়েছেন।
অবশ্য, সংক্ষিপ্ত ফরম্যাটে টপ-অর্ডার ব্যাটার ওয়াফিউল্লাহ তারাখিল এবং ডানহাতি পেসার মোহাম্মদ সালিম সাফি সুযোগ পেয়েছেন। এছাড়া বশির আহমদ ও আবদুল্লাহ আহমদজাইকে ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিতেও রাখা হয়েছে। তবে ওয়ানডেতে গজনফর থাকলেও নেই মুজিব।
এসিবির প্রধান নির্বাহী নাসিব খান বলেন, ‘আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শেষে ছয় মাসের দীর্ঘ বিরতির পর আমরা আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি। সামনে ঘন ঘন টি-টোয়েন্টি ম্যাচ থাকছে, যা আমাদের দলের জন্য দারুণ সুযোগ সামনের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির ক্ষেত্রে। এশিয়া কাপে আমরা প্রত্যাশামাফিক নৈপুণ্য দেখাতে পারিনি। তবে উত্থান-পতন খেলাধুলারই অংশ। আমরা আশাবাদী যে আফগান আটালানরা শক্তভাবে ফিরে আসবে এবং সামনের খেলাগুলোতে দেশকে গর্বিত করবে।’
উল্লখ্য, শারজায় তিনটি টি-টোয়েন্টি ম্যাচ ২, ৩ ও ৫ অক্টোবর এবং তিন ওয়ানডে ৮, ১১ ও ১৪ অক্টোবর আবুধাবিতে হবে।
টি-টোয়েন্টি স্কোয়াড: রশিদ খান, ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, ওয়াফিকুল্লাহ তারাখিল, ডারউইস রাসূলি, মোহাম্মদ ইসাক, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শরাফউদ্দিন আশরাফ, নূর আহমেদ, মুজিব উর রহমান, ফরিদ মালিক, আব্দুল্লাহ আহমদজাই, বশির আহমেদ।
রিজার্ভ: মোহাম্মদ গাজানফার, রহমত শাহ।
ওয়ানডে স্কোয়াড: হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইকরাম আলিখিল (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ অটল, ডারউইস রাসূলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গিয়াল খারোটে, মোহাম্মদ গাজানফার, আব্দুল্লাহ আহমদজাই, বশির আহমেদ ও মোহাম্মদ সালিম সাফি।
রিজার্ভ: বিলাল সামি, ফারিদুন দাউদজাই