আফগানিস্তানের পক্ষে ‘বাজি’ ধরে বাংলাদেশকে যে পরামর্শ শোয়েবের
- স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৭ PM
এশিয়া কাপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে হংকংয়ের বিপক্ষে প্রত্যাশিত জয়েই শুরু করেছিল বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টির বাস্তবতা হাড়েহাড়ে টের পায় টাইগাররা। লঙ্কানদের বিপক্ষে ৬ উইকেটের সেই পরাজয়ে বেশ বিপাকে লিটন দাসের দল। এতে লাল-সবুজের প্রতিনিধিদের সুপার ফোর মিশনও কঠিন হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। এই ম্যাচে জিতলেই সুপার ফোরের আশা জিইয়ে থাকবে তামিম-ইমনদের। এই ম্যাচের আগে টাইগারদের জয়ের উপায় বাতলে দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিক।
তিনি বললেন, ‘আফগানিস্তান শরীরী ভাষায় এগিয়ে আছে। আপনার দলের দুই-একজন যদি ফর্মেও না থাকে, তাহলেও শরীরী ভাষার কারণে আপনি জিতে যাবেন। আফগানিস্তানের সাথে জিততে হলে বাংলাদেশকে শরীরী ভাষায় পরিবর্তন আনতে হবে। বাংলাদেশের শরীরী ভাষা খারাপ, ফিল্ডিং বাজে হচ্ছে, ব্যাটাররা কিছুটা চেষ্টা করছে, কিন্তু ফিল্ডারদের শরীরী ভাষা বেশি খারাপ।’
বাংলাদেশের পক্ষে বাজি না ধরলেও মালিকের লিটনদের পরামর্শ, ‘এখানে বাংলাদেশের স্কিল নয়, অনুপ্রাণিত হওয়ার মতো কিছু কথা শোনা দরকার। সেটা অধিনায়ক থেকে আসতে পারে, ম্যানেজমেন্ট থেকে আসতে পারে, সিনিয়র ক্রিকেটারদের থেকে আসতে পারে, তবে এটা আসা খুব জরুরি। কেননা, ম্যাচটাই এমন যেটা জিতলে আপনি পরের রাউন্ডে যেতে পারবেন।’
তিনি যোগ করেন, ‘টস জিতে বাংলাদেশের ব্যাটিং নেওয়া উচিত। আফগানিস্তান সবসময় যেকোনো কন্ডিশনে টস জিতে ব্যাটিং নেয়, ম্যাচ জিতে। আক্রমণাত্মক শুরুর কারণে এটা ওদের শক্তির জায়গা। বাংলাদেশের ওটা নষ্ট করা উচিত। ওদের আত্মবিশ্বাস দিয়ে লাভ কী?’
আফগান ম্যাচ নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক বলেন, ‘বাংলাদেশ-আফগানিস্তান দলের সাম্প্রতিক পারফরম্যান্স যদি দেখি, তাহলে বাংলাদেশকে আরো অনেক ভালো করতে হবে। পেছনের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ওদের জয়ের প্রতি তাড়না ছিল না। এনার্জি একদম কম ছিল। আফগানিস্তানকে দেখুন, ওরা সব ম্যাচই এমনভাবে খেলে যেন তাদের কাছে এটাই ফাইনাল। দুই দলের শরীরী ভাষাতেই অনেক পার্থক্য আছে।’