৫৩ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের
- স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ PM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ PM
শুরুটা হয়েছিল তানজিদ তামিমের বিদায়ে। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরের পথ ধরেন, তা-ও আবার রানের খাতা খোলার আগেই। এরপর রানের খাতা না খুলেই ফেরেন আরেক ওপেনার পারভেজ ইমন।
টিকতে পারেননি শেখ মেহেদী কিংবা তাওহীদ হৃদয়ও, সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে কিছুটা ভরসা জাগাচ্ছিলেন অধিনায়ক লিটন। তবে তিনি-ও বেশিক্ষণ টিকতে পারেননি। তার বিদায়ে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৪ রান। উইকেটে আছেন শামীম (১) ও জাকের (৬)।
এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেই প্রত্যাশিত হয়নি বাংলাদেশের। লঙ্কান পেসার নুয়ান থুসারার প্রথম পাঁচ বল সামলাতেই হিমশিম খাচ্ছিলেন তানজিদ তামিম, রান তো দূরে থাক, ব্যাটে বলে সংযোগই হচ্ছিল না ঠিকঠাক। ষষ্ঠ বলে এসে সেই অচলাবস্থার করুণ পরিণতি—দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন এই ওপেনার।
সবমিলিয়ে থুসারার কাছে যেন ক্রমশই দুঃস্বপ্নে রূপ নিচ্ছেন তামিম। তাদের মুখোমুখি পাঁচ ইনিংসে তৃতীয়বার তানজিদের পরাজয় এটি। একরকম ব্যক্তিগত লড়াইয়েরই একতরফা পরিণতি।
এরপর চামিরার ওভারের চতুর্থ বলেই অফ স্ট্যাম্পের বাইরের দুর্দান্ত লাইন, অফ ব্যালান্স হয়ে খোঁচা দিয়েছিলেন পারভেজ ইমন। তবে বল সোজা গ্লাভসে, উইকেটকিপারের হাতে ধরা পড়েন এই ওপেনার-ও।
দুই ওপেনারের বিদায়ের পর চারে নামা তাওহীদ হৃদয়ও বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেননি। যদিও ‘লোফা’ এক ক্যাচ তুলে চারিথ আসালাঙ্কার সৌজন্যে ‘জীবন’ পেয়েছিলেন হৃদয়। তবে জীবন পেলেও তাতে কোনো ফায়দা হয়নি টাইগারদের। পরের বলে ৩ রান নিতে চেয়েছিলেন, কিন্তু কামিল মিশারার সরাসরি থ্রোয়ে রানআউট। দলীয় ১১ রানে ৯ বলে ৮ রান করে ফেরেন হৃদয়।
দলীয় বিপর্যয়ে পাঁচে ব্যাটিংয়ে নেমেছিলেন শেখ মেহেদি। প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন, তবে বেশিক্ষণ টিকতে পারেননি। হাসারাঙ্গার গুগলি পড়তে সক্ষম ছিলেন না। লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন এই অলরাউন্ডার। প্যাভিলিয়নে ফেরার আগে তার ব্যাট থেকে ৭ বলে ৯ রান আসে।
সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখেছিলেন লিটন। তবে দশম ওভারে হাসারাঙ্গাকে রিভার্স সুইপ করতে গিয়ে নিজেদের উইকেট বিলিয়ে দেন টাইগার দলপতি। শুরুতে আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে তাকে ফেরায় লঙ্কানরা। ২৬ বলে ২৮ রান করেন উইকেটকিপার এই ব্যাটার।