‘শূন্য’ রানে ২ উইকেট নেই বাংলাদেশের
- স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ PM , আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৯ PM
আলোহীন এক সূচনায় ম্যাচ শুরু করল বাংলাদেশ। স্কোরবোর্ডে তো রান উঠলই না, বরং হতাশার অঙ্ক লঙ্কান পরীক্ষা শুরু করল লাল-সবুজেরা। প্রথম ১০ বলেই প্যাভিলিয়নে দুই ওপেনার তানজিদ ও পারভেজ, দুজনেই ব্যর্থতার ছায়ায় কাঁটা পড়েছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই ওভার শেষে স্কোরবোর্ডে রান ০, বিপরীতে নেই জোড়া উইকেট। এতে ক্রিজে থাকা লিটন দাস ও নতুন ব্যাটার হৃদয়ের সামনে ভয়ঙ্কর এক চ্যালেঞ্জ।
লঙ্কান পেসার নুয়ান থুসারার প্রথম পাঁচ বল সামলাতেই হিমশিম খাচ্ছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম, রান তো দূরে থাক, ব্যাটে বলে সংযোগই হচ্ছিল না ঠিকঠাক। ষষ্ঠ বলে এসে সেই অচলাবস্থার করুণ পরিণতি—দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরলেন তামিম।
সবমিলিয়ে থুসারার কাছে যেন ক্রমশই দুঃস্বপ্নে রূপ নিচ্ছেন তামিম। তাদের মুখোমুখি পাঁচ ইনিংসে তৃতীয়বার তানজিদের পরাজয় এটি। একরকম ব্যক্তিগত লড়াইয়েরই একতরফা পরিণতি।
এরপর চামিরার ওভারের চতুর্থ বলেই অফ স্ট্যাম্পের বাইরের দুর্দান্ত লাইন, অফ ব্যালান্স হয়ে খোঁচা দিয়েছিলেন পারভেজ ইমন। তবে বল সোজা গ্লাভসে, উইকেটকিপারের হাতে ধরা পড়েন এই ওপেনার-ও।