বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ © সংগৃহীত
হংকংয়ের বিপক্ষে প্রত্যাশিত বড় জয়েই এশিয়া কাপের ১৭তম শুরু করেছে বাংলাদেশ। তবে রান রেট বাড়িয়ে নিতে পারেনি টাইগাররা। এবার সুপার ফোরের পথে একধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে শনিবার (১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। আবুধাবির জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ ও শ্রীলঙ্কা এখনও পর্যন্ত ২০টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে শ্রীলঙ্কা ১২টিতে আর বাংলাদেশ ৮টি ম্যাচে জয় পেয়েছে। এশিয়া কাপের ইতিহাসে তিনবার মুখোমুখি হয়েছে দল দুটি, যেখানে শ্রীলঙ্কা দুবার এবং বাংলাদেশ একবার জয়ের দেখা পেয়েছে।
তবে সাম্প্রতিক সময়ে বেশ এগিয়ে বাংলাদেশ। গত জুনে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল লঙ্কানরা। টেস্টে ১-০, ওয়ানডেতে ২-১ ব্যবধানে জিতলেও টি-টোয়েন্টি ২-১ ব্যবধানে পরাজয়ের স্বাদ নেয় স্বাগতিকরা। এছাড়া নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে বাংলাদেশ ৪টি জয় পেয়েছে, অন্যদিকে শ্রীলঙ্কা মাত্র দুটি ম্যাচে জয়লাভ করেছে।
এদিকে মহাদেশীয় কিংবা বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের লাইভ ম্যাচ দেখা নিয়ে অনেক সময়ই বিড়ম্বনায় পড়তে হয় সমর্থকদের। তবে স্বস্তির খবর হচ্ছে, বাংলাদেশি বেসরকারি টেলিভিশন চ্যানেলেই বাংলাদেশ-শ্রীলঙ্কা মহারণ দেখা যাবে। স্পোর্টসভিত্তিক চ্যানেল টি-স্পোর্টসে দেখা যাবে ম্যাচটি। মোবাইল ও অনলাইনে টফি অ্যাপ এবং ট্যাপম্যাড অ্যাপের মাধ্যমে সরাসরি সম্প্রচার উপভোগ করা যাবে। এছাড়া স্পোর্টস জেডএফওয়াই, এইচডি স্ক্রিনেও ম্যাচটি সরাসরি দেখা যাবে।