এশিয়া কাপ শুরুর আগে নিজেদের লক্ষ্য জানালেন লিটন

বাংলাদেশ দল
বাংলাদেশ দল   © সংগৃহীত

জয় দিয়েই এশিয়া কাপ শুরু করতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি ফরম্যাটে চলমান ১৭তম আসরে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবিতে নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ হংকং। এই মাঠ নিয়ে আগেই ধারণা আছে, লাল-সবুজের প্রতিনিধিদের। সেটি জানিয়ে টুর্নামেন্টটিতে নিজেদের লক্ষ্য জানিয়েছেন অধিনায়ক লিটন দাস।

সংবাদ সম্মেলনে লিটন বললেন, ‘মাঠ নিয়ে কোনো সমস্যা মনে হয় না। বেশিরভাগ প্লেয়ারই এখানে কখনও না কখনও খেলেছে। খুব বেশি খেলা হয়নি, তবে আইডিয়া হয়েছে। অবশ্যই (আবহাওয়া) গরম সবার জন্যই সমান হবে। যতটা কমিয়ে প্র্যাকটিস করা যায়, কারণ সেইম এনার্জিটা লাগবে ম্যাচে।’  

মিডল-অর্ডারের ব্যাটিং নিয়ে অধিনায়ক জানালেন, ‘রিসেন্ট পাস্টে টপ অর্ডার খুব ভালো করেছে। মিডল অর্ডারের কাছে অত বেশি দায়িত্ব আসেনি। আমার বিশ্বাস তারা ঘুরে দাঁড়াবে।’ প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের ম্যাচ দেখতে মাঠে আসেন। এবারও সেরকম আশা করছেন লিটন, ‘অবশ্যই বাংলাদেশ যেখানে খেলে সেখানেই সমর্থক আসে। এটা একটা প্লাস পয়েন্ট যেখানে আমরা সব জায়গায় সাপোর্টার পাই। আমি চাই তারা আসুক আর উপভোগ করুক।’  

এদিকে ডেথ ওভারসহ ম্যাচে নিজেদের বোলিং নিয়েও আত্মবিশ্বাসী লিটন। তার মতে, ‘২-৩ জন ভালো কোয়ালিটির বোলার আছে। মুস্তাফিজ (মুস্তাফিজুর রহমান), তাসকিন (আহমেদ) ভালো করছে। শরিফুল-সাকিবও (শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব) ভালো করছে। যতক্ষণ না পর্যন্ত ওই পরিস্থিতিতে আবার পড়ছি ততক্ষণ বলা যাচ্ছে না (কে কেমন করে)। তবে এখনও পর্যন্ত প্রস্তুতি অনুযায়ী বোলাররা ভালো জায়গায় আছে।’

অন্যদিকে এবারের আসরে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে সুপার ফোরে যেতে চায় বাংলাদেশ। যদিও দেশ ছাড়ার আগে চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্যের কথা জানিয়েছিলেন জাকের আলি অনিক। কিন্তু লিটনের কণ্ঠে সংযমী কথাই শোনা গেল।

টাইগার অধিনায়কের ভাষ্য, ‘এশিয়া কাপে আমাদের প্রথম ম্যাচের সামনে দাঁড়িয়ে আছি। গ্রুপের অবস্থা এখন ট্রিকি। আমাদের সব ম্যাচই জিততে হবে, যদি পরের রাউন্ডে যেতে চাই। আমাদের লক্ষ্য এটাই যে পরের রাউন্ডে যেতে হবে। সব ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ।’ 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence