এনসিএল টি-টোয়েন্টিতেও খেলা হচ্ছে না যুব এশিয়া কাপজয়ী বর্ষণের
- ক্রীড়া প্রতিবেদক
- প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৭ PM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ PM
২০২৩ যুব এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। সেই দলের অন্যতম সদস্য ছিলেন রোহানাত দৌলা বর্ষণ। দুর্দান্ত পারফরম্যান্সে সবার নজর কেড়েছিলেন ডানহাতি এই পেসার। এরপর ২০২৪ বিপিএলেও দুটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন বর্ষণ।
গত বছরের ডিপিএলে কয়েকটি ম্যাচ খেলেছিলেন বর্ষণ। অবশ্য, বেশি দিন স্থায়ী হয়নি তার সুখস্মৃতির পথচলা। প্রায় গত ১৫ মাস ধরেই পায়ের ইনজুরির সঙ্গে লড়ছেন। লম্বা সময় ধরেই মাঠের বাইরে আছেন তিনি।
এদিকে আগামী ৪ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে পারে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর। ধারণা করা হচ্ছিল, এই টুর্নামেন্ট দিয়েই ২২ গজে প্রত্যাবর্তন হতে পারে তার। তবে শেষ পর্যন্ত সেটাও হলো না।
জানা গেছে, এখন ঢাকাতেই আছেন তিনি। নিজের বোলিং নিয়েও অনুশীলন করছেন। পূর্ণ ফিট হতে তার আরও ৬ সপ্তাহ লাগবে। সেক্ষেত্রে টি-টোয়েন্টির এনসিএলেও খেলা হবে না বর্ষণের।
এই পেসার জানালেন, আগামী লাল বলের এনসিএলে খেলার লক্ষ্য তার। তা না হলে বিসিএলের ওয়ানডে ফরম্যাট দিয়ে ফিরতে চান।
উল্লেখ্য, এখন পর্যন্ত লিস্ট ‘এ’তে ৬ এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বর্ষণ। তার ঝুলিতে আছে ৬ উইকেট। গেল বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৪ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৯ উইকেট নিয়েছেন তিনি।