সিলেটে বৃষ্টির জয়, পরিত্যক্ত শেষ টি-টোয়েন্টি 

বৃষ্টির ছবি
বৃষ্টির ছবি   © টিডিসি ফটো

শেষ পর্যন্ত বৃষ্টিই জিতল। বাংলাদেশ–নেদারল্যান্ডস মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি প্রাকৃতিক এই নিয়ামকের কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বৃষ্টি বাগড়ায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণার আগে ১৮ দশমিক ২ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৬৪ রান। সিরিজের শেষ ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ২-০ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন দুই ওপেনার লিটন ও সাইফ। তবে প্রথম ওভারে ‘জীবন’ পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি সাইফ। চতুর্থ ওভারে কাইল ক্লাইনের প্রথম বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ২ চারে ৮ বলে ১২ রান করেন সাইফ।

এরপর ব্যাটিংয়ে নেমে মোটেই আত্মবিশ্বাস মনোভাবে ছিলেন না তাওহীদ হৃদয়। একাধিকবার বড় শট খেলার চেষ্টা করলেও ব্যাটে–বলে হয়ে উঠছিল না তার। শেষমেশ বড় শট খেলতে গিয়ে থামে তার মন্থর ইনিংস। প্রিঙ্গলের বলে বিক্রমজিৎ সিংকে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয় (৯)।

তবে আজ একদমই ভিন্ন মেজাজে ছিলেন লিটন দাস। ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে ৫৪ ও ১৮ রানে অপরাজিত ছিলেন। আজও অপরাজিত থাকলে হতেন বাংলাদেশের প্রথম ব্যাটার, যিনি দ্বিপক্ষীয় টি–টোয়েন্টি সিরিজে তিনবার ব্যাট করে তিনবারই নটআউট।

কিন্তু ইতিহাস লেখা হয়নি উইকেটকিপার এই ব্যাটারের। কাইল ক্লাইনের বলে মিড অফে ম্যাক ও’ডাউডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। আউট হওয়ার আগে ৪৬ বলে করেন ৭৩ রান। 

আউট হওয়ার আগে অবশ্য লাল-সবুজের জার্সিতে গড়ে ফেলেন নতুন এক রেকর্ড, আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এখন সবচেয়ে বেশি ফিফটি মালিক টাইগার দলপতি। 

এই ফিফটিতে লিটনের মোট হাফ-সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ১৪টি, যা একটি নতুন মাইলফলক। এতদিন এই রেকর্ড ছিল সাকিব আল হাসানের দখলে, সাবেক এই অধিনায়কের ফিফটির সংখ্যা ১৩টি।

লিটনের পর শামীম পাটোয়ারীও বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। প্যাভিলিয়নে ফেরার আগে তার ব্যাট থেকে ১৯ বলে ২১ রান এসেছে। 

তাদের বিদায়ের পর দলীয় স্কোরশিট সচল রাখেন সোহান ও জাকের। রীতিমত ঝড়ের গতিতে রান তুলতে থাকেন সোহান। অন্যপ্রান্তে দেখেশুনেই খেলছিলেন ঘরের ছেলে জাকের। তবে ইনিংসের শেষদিকে ফের বৃষ্টি নামায় ফের বন্ধ হয়ে যায় খেলা। প্রাকৃতিক এই নিয়ামকের বাধায় আর একটি বল-ও মাঠে গড়ায়নি। প্রায় তিন ঘণ্টায়ও বাংলাদেশের ইনিংস শেষ না হওয়ায় রাত ৯টা ৪৩ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিশিয়ালরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence