এবার বৃষ্টিতে বন্ধ বাংলাদেশের খেলা
- ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে
- প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৫ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৯ PM
মিনিট বিশেক আগেই আলোকস্বল্পতার কারণে বন্ধ ছিল খেলা। ফ্লাডলাইটে সমস্যা দেখা দেওয়ায় প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকার পর আবার মাঠে গড়ায় ম্যাচ। তবে ফের মাঠে তিন বল গড়াতে না গড়াতেই নেমে আসে বৃষ্টি।
তড়িঘড়ি করে মাঠে ছুটে আসেন মাঠকর্মীরা। কাভার দিয়ে পিচ ও আশপাশ ঢেকে ফেলা হয়। খেলোয়াড়রাও দ্রুত ড্রেসিংরুমে ফেরেন। ফলে আবারও খেলা বন্ধ। সবমিলিয়ে বৃষ্টির থামার অপেক্ষায় মাঠ ও দর্শকরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ দশমিক ১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬০ রান। ১৬ বলে ৪২ রানে অপরাজিত লিটন।অন্যপ্রান্তে ২ বলে ৩ রানে ক্রিজে আছেন তাওহীদ হৃদয়।
এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন দুই ওপেনার লিটন ও সাইফ। অবশ্য প্রথম ওভারে ‘জীবন’ পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি সাইফ। চতুর্থ ওভারে কাইল ক্লাইনের প্রথম বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ২ চারে ৮ বলে ১২ রান করেন সাইফ।