সিলেটে আজ বদলে যেতে পারে পাওয়ারপ্লের সংজ্ঞা!
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০৪:০৯ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৬:৫৫ PM
আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচটি আজ (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা। তবে বিপত্তি বাধাতে পারে স্থানীয় আবহাওয়া। গেল কয়েকদিনে সিলেটে থেমে থেমে বৃষ্টি হয়েছে, যে কারণে ম্যাচের সময়ও প্রাকৃতিক এই নিয়ামকের বাধা হয়ে দাঁড়ানোর শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজও সন্ধ্যায় আকাশ মেঘলা থাকবে এবং রাতে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এতে ম্যাচের দৈর্ঘ্যও কমে যেতে পারে। এমনটা হলে আন্তর্জাতিক টি-টোয়েন্টির নতুন পাওয়ারপ্লে নিয়ম প্রয়োগ হওয়ার সম্ভাবনাও থাকছে।
সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন একটি নিয়ম চালু করেছে আইসিসি, যেখানে বৃষ্টি বা অন্য কোনো কারণে ওভার সংখ্যা কমলে ইনিংসের মোট ওভারের অনুপাতে পাওয়ারপ্লে নির্ধারণ করা হবে। আগে পূর্ণ ওভার ধরে পাওয়ারপ্লে নির্ধারণ করা হতো, যা প্রায়শই অস্বাভাবিক পরিস্থিতির কারণ হতো।
নতুন নিয়ম অনুযায়ী, ইনিংস যদি ৮ ওভারে সীমিত করা হয়, তাহলে পাওয়ারপ্লে হবে ৮ ওভারের ৩০ শতাংশ, অর্থাৎ ২ দশমিক ৪ ওভার।
নতুন এই নিয়ম কার্যকর হয়েছে গেল জুলাইয়ে, তবে এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচে প্রয়োগ হয়নি বিষয়টি। সিলেটে বৃষ্টির শঙ্কা থাকায়, প্রথমবার দেখা যেতে পারে নতুন পাওয়ারপ্লে নিয়মের বাস্তব রূপ।