আইসিসির যে নিয়ম বদলাতে চান শচীন

শচীন টেন্ডুলকার
শচীন টেন্ডুলকার  © সংগৃহীত

ক্রিকেটে প্রযুক্তির যুগে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস অনেক সময়েই খেলার মোড় ঘুরিয়ে দেয়। কিছু ক্ষেত্রে ব্যাটিং বা বোলিং দল সুবিধা পেয়ে থাকে। এ নিয়ে আবার আলোচনা-সমালোচনা তৈরি হয় । তবে এই ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অংশ ‘আম্পায়ার্স কল’ নিয়ে আপত্তি তুলেছেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার।

সম্প্রতি রেডিটের ‘আস্ক মি এনিথিং’ সেশনে এক ভক্ত শচীনকে প্রশ্ন করেন, ‘আপনাকে যদি ক্রিকেটের কোনো একটি নিয়ম পরিবর্তন করতে বলা হয়, তাহলে কোন নিয়মটা পরিবর্তন করতে চাইবেন?’ 

জবাবে ডিআরএস'র কথাই বললেন তিনি। শচীনের দাবি, কোনো ক্রিকেটার ডিআরএস তখনই নেন, যখন তিনি আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট হন না। অর্থাৎ একই সিদ্ধান্ত বহাল দেখতে চান না।

এ নিয়ে ভারতীয় কিংবদন্তির ব্যাখ্যা, ‘আমি ডিআরএস নিয়মটা পরিবর্তন করতে চাই। কারণ, ক্রিকেটাররা ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েই ডিআরএসের সাহায্য নেয় এবং সিদ্ধান্তটা পাঠায় তৃতীয় আম্পায়ারের কাছে। আমি মনে করি, তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত পাঠানোর রাস্তাটা একেবারে বন্ধ হওয়া উচিত। একজন ক্রিকেটারের যেমন খারাপ সময় আসতে পারে, তেমনই আম্পায়ারদেরও খারাপ সময় আসে। প্রযুক্তিগত সমস্যা থাকলে তাদের ভুলও ধারাবাহিকভাবে হতেই থাকবে।’

অবশ্য এর আগেও ‘আম্পায়ার্স কল’ বন্ধ করার দাবি তুলেছিলেন শচীন। সে সময় ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারার সঙ্গে আলোচনার করতে গিয়ে তিনি বলেছিলেন, ‘আমি এই ব্যাপারে একেবারেই একমত নই। এলবিডব্লিউ আউটের ক্ষেত্রে যখন ডিআরএস নেওয়া হয়, সেক্ষেত্রে ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদলের জন্য বলের ৫০ শতাংশ স্টাম্পে লাগা উচিত। ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারে না বলেই ক্রিকেটাররা তৃতীয় আম্পায়ারের কাছে আবেদন করেন। এই পরিস্থিতিতে তৃতীয় আম্পায়ারের কাছে যখন সিদ্ধান্ত যায়, তখন প্রযুক্তিকে নিজের কাজ করতে দেওয়া উচিত।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!