সাদা পাথর লুটে ক্ষুব্ধ রুবেল হোসেন

১২ আগস্ট ২০২৫, ০২:১৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১০:১৪ AM
রুবেল হোসেন

রুবেল হোসেন © সংগৃহীত

সিলেটের অনন্য সৌন্দর্যের প্রতীক সাদা পাথর ক্রমেই আগের রূপ হারাচ্ছে। পাথরখেকোদের দাপটে এখন সেখানে পাথর পাওয়াই দুষ্কর। এমন পরিস্থিতিতে পাথর লুটের বিরুদ্ধে সরব হয়েছেন জাতীয় ক্রিকেট দলের একসময়ের তারকা পেসার রুবেল হোসেন।

মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ত্রীকে নিয়ে সাদা পাথরে ঘোরার একটি ছবি পোস্ট করে লুটেরাদের থামিয়ে প্রকৃতি রক্ষার আহ্বান জানান তিনি।

ক্যাপশনে রুবেল লেখেন, ‘সিলেটের সাদা পাথর নেই তো, হারাবে সিলেটের সৌন্দর্যের গল্প। সাদা পাথর লুটেদের থামাও। প্রকৃতি লুট নয়, প্রকৃতি রক্ষা করুন।’

গত কয়েকদিনে সাদা পাথরের করুণ অবস্থার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহে লুটেরাদের তাণ্ডবে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের জনপ্রিয় এই পর্যটনকেন্দ্রটি প্রায় পাথরশূন্য হয়ে পড়েছে। ন্যাক্কারজনক এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন বিভিন্ন পেশার মানুষ ও পর্যটকরা।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় এই পাথর লুটপাট চলছে। অনেকে বিএনপি ও যুবদল নেতাদের দিকে আঙুল তুলেছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ইতোমধ্যে তাদের সব ধরনের সাংগঠনিক পদ স্থগিত করেছে বিএনপি। অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধেও এই লুটপাটের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এদিকে পাথর লুটপাটে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে সেই এলাকার পরিবেশ। পরিবেশবিদরা বলছেন, এমনটা চলতে থাকলে দেশের পর্যটকদের কাছে পরিচিত সাদা পাথর পর্যটন স্পটটি বিলীন হয়ে যেতে পারে। সরকার-ও বড় অঙ্কের রাজস্ব  হারাতে পারে।

উল্লেখ্য, লাল-সবুজের জার্সিতে ১০৪টি ওয়ানডে, ২৭টি টেস্ট ও ২৮টি টি-টোয়েন্টি খেলেছেন রুবেল। ২০২১ সালের ১ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ডানহাতি এই পেসার। এরপর আর দলে সুযোগ পাননি তিনি।

মাদারীপুরে বাস ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
  • ১৯ জানুয়ারি ২০২৬
শহীদ জিয়া: ক্ষণজন্মা মহাপুরুষ, আদর্শের রূপকার
  • ১৯ জানুয়ারি ২০২৬
এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9