‘জাতীয় দলই সবার আগে’—সোহানের স্পষ্ট বার্তা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৪:০৫ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ১১:৩০ AM
সাম্প্রতিক সময়ে দেশের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন নুরুল হাসান সোহান। এরপরও জাতীয় দলের নির্বাচকদের নজরে পড়ছেন না তিনি। এমনকি গেল মাসে শ্রীলঙ্কা সফরে জাতীয় দলে ডাক পাওয়ার জোরালো সুযোগ থাকলেও শেষমেশ সেটি হয়নি।
সে সময়ে জাতীয় দলের সিরিজ চলাকালে গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলেন সোহান। এরপর গুঞ্জন উঠেছিল, জাতীয় দলকে উপেক্ষা করেই জিএসএলে খেলতে গেছেন তিনি। এবার সোহান নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন।
বুধবার (৬ আগস্ট) মিরপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'প্রথমত, আমি পরিষ্কার করে বলতে চাই, আমার প্রথম অগ্রাধিকার গ্লোবাল টি-টোয়েন্টি ছিল না। গ্লোবাল টি-টোয়েন্টির জন্য আমি জাতীয় দলে ছিলাম না, এমন কিছুও না। চট্টগ্রামে ক্যাম্পে ছিলাম এবং যখন শ্রীলঙ্কা সফর থেকে বাদ পড়লাম, তখন বাসাতেই ছিলাম।'
তিনি যোগ করেন, 'বাসায় বসে থাকার চেয়ে গ্লোবাল টি-টোয়েন্টি খেলা ভালো—সেজন্যই এটা নিয়ে চিন্তা করেছি। এরকম কোনো কথা আমার নির্বাচক, টিম ম্যানেজমেন্ট বা রংপুর রাইডার্সের সঙ্গে হয়নি যে গ্লোবাল টি-টোয়েন্টির জন্য জাতীয় দলে খেলব না। দুটা আলাদা। জাতীয় দলে খেলা অবশ্যই অগ্রাধিকার। প্রত্যেকটা খেলোয়াড়েরই অগ্রাধিকার জাতীয় দল।'
এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে সোহানের মন্তব্য, 'গত বছর এনসিএল টি-টোয়েন্টি দিয়ে শুরু হয়েছিল, অনেক ভালো টুর্নামেন্ট ছিল। আগে আমাদের বিপিএল ছাড়া আর টি-টোয়েন্টি টুর্নামেন্ট ছিল না। এখন অনেক বেশি টি-টোয়েন্টি খেলা হচ্ছে। ফ্রাঞ্চ্যাইজি ক্রিকেট ধরলে বাইরেও খেলার অপশন আসছে এখন। সেদিক থেকে অভিজ্ঞতা ও একটা লার্নিং প্রসেসের ভেতর দিয়ে আমরা যাচ্ছি।'