জানা গেল নেদারল্যান্ডস সিরিজের সম্ভাব্য দিনক্ষণ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৮:৫৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০৫:০১ PM
আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়া কাপ। আসন্ন এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। অবশ্য এখনও এই সিরিজের সূচি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম আগেই জানিয়েছিলেন, সিরিজের সব ম্যাচই হবে সিলেটে। সিরিজ শুরুর আগে সেখানে ক্যাম্পও করবে টাইগাররা।
এদিকে নেদারল্যান্ডস সিরিজ এবং আসন্ন এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। আগামী ৬ আগস্ট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের ক্যাম্প, যা চলবে ১৫ আগস্ট পর্যন্ত।
এরপর সিলেটে যাবেন তারা। কিছুদিন বিরতি দিয়ে আবার ২০ আগস্ট থেকে সিলেটে ক্যাম্প করবে টাইগাররা। অবশ্য স্কোয়াডে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ডারউইনে খেলতে যাচ্ছেন।
এদিকে বিসিবির একটি সূত্র জানিয়েছে, আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে ডাচরা। এরপর ৪ সেপ্টেম্বর নিজেদের দেশে ফেরত যাবে তারা। মাঝে ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা।
একনজরে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারি, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান।