সেমিফাইনালেও মুখোমুখি ভারত ও পাকিস্তান

ভারত ও পাকিস্তান দল
ভারত ও পাকিস্তান দল  © সংগৃহীত

ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক বৈরী সম্পর্কে নতুন করে উত্তাপ ছড়িয়েছিল পেহেলগাম কাণ্ড। এর জেরে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ (ডব্লিউসিএল) টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাতিল হয়ে গিয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ। মূলত ম্যান ইন ব্লু শিবিরের একাধিক ক্রিকেটার নাম তুলে নেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এবার সেমিফাইনালেও মুখোমুখি হতে যাচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে সেই ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা জেগেছে। এরই মধ্যে ম্যাচের বিরোধিতা করে নিজেদের সরিয়ে নিয়েছে ভারতের একটি স্পন্সরকারী সংস্থা।

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে গ্রুপ পর্বে চতুর্থস্থানে শেষ করেছে ম্যান ইন ব্লুরা। অন্যদিকে এক জয় আর তিন পরাজয় এবং এক ম্যাচ বাতিল হয়েছে তাদের।

অন্যদিকে গ্রুপে সবার ওপরে থেকে শেষ করেছে পাকিস্তান। চারটি ম্যাচ জিতেছে দ্য গ্রিন ম্যানরা। এছাড়া বাতিল হয়েছে একটি ম্যাচ।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সেমিফাইনাল খেলবে প্রথম এবং চতুর্থস্থানে থাকা দল। ফলে, ভারত এবং পাকিস্তানের ম্যাচ পড়েছে, যা এখন অনিশ্চিত।

তবে ঘটনা এখানেই শেষ নয়, এর আগে গ্রুপ পর্বে পয়েন্ট ভাগ হওয়া নিয়েও বিস্তর নাটক হয়েছিল। ভারত এক পয়েন্ট পেয়ে খুশি হলেও আপত্তি জানিয়েছিল পাকিস্তান। অবশ্য শেষমেশ দুই দলকেই এক পয়েন্ট করে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআইকে আয়োজকরা বলেছিলেন, ‘ইংল্যান্ড বোর্ডকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, ভারত-পাকিস্তান ম্যাচ হবে না। ভারত চ্যাম্পিয়ন্স পয়েন্ট নিয়ে কোনো আপত্তি করেনি। কিন্তু পাকিস্তান চ্যাম্পিয়ন্স পয়েন্ট ভাগভাগিতে রাজি নয়। ওদের বক্তব্য, ভারতের আপত্তিতে ম্যাচ বাতিল হয়েছে। ওদের কোনো দায় নেই। তা হলে কেন ওরা পুরো পয়েন্ট পাবে না?'

এদিকে, সাবেকদের লিগে মুখোমুখি না হলেও আসন্ন এশিয়া কাপে একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটি। পাশাপাশি, একাধিকবার মুখোমুখি হওয়ারও সম্ভাবনাও থাকছে।


সর্বশেষ সংবাদ