ইতিহাসে আরেকবার নাম লেখাতে চায় বাংলাদেশ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৬:১৫ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৯:১৪ PM
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। টাইগারদের সামনে এবার সফরকারীদের হোয়াইটওয়াশ করার সুযোগ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
এর আগে, সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে অনায়াসে জয় পেয়েছিল লিটন দাসের দল। এছাড়া দ্বিতীয়টিতে শেষ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে সফরকারীদের ৮ রানে হারায় বাংলাদেশ।
বাংলাদেশের সামনে যেসব অর্জনের হাতছানি:
টি-টোয়েন্টি ফরম্যাটে টানা সর্বোচ্চ পাঁচ ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে বাংলাদেশের। ২০২৩ সালের মার্চে ঘরের মাঠে প্রথমে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ এবং এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে টানা দুটি ম্যাচে জয় তুলে নেয় বাংলাদেশ। সেই সিরিজগুলোতেই এই রেকর্ড গড়েছিল টাইগাররা। শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে বাংলাদেশের সামনে আবারও টানা পাঁচ ম্যাচ জয়ের রেকর্ড স্পর্শ করার সুযোগ থাকবে। পাকিস্তানের বিপক্ষে টানা দুটি জয়ের আগে শ্রীলঙ্কার মাটিতে সিরিজের শেষ দুটি ম্যাচেও জিতেছিল লিটন বাহিনী।
টি-টোয়েন্টি ফরম্যাটে তিন বা এর বেশি ম্যাচের সিরিজে এখন পর্যন্ত প্রতিপক্ষকে তিনবার হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ২০১২ সালে আয়ারল্যান্ড, ২০২৩ ইংল্যান্ড এবং ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে—প্রতিবারই ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এবার পাকিস্তানকে লজ্জায় পুরিয়ে সেই রেকর্ড বাড়ানোর সুযোগ বাংলাদেশের।
চলতি বছর এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা ১১ ম্যাচে মোট ৯৭টি ছক্কা হাঁকিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। অর্থাৎ, ছক্কার সেঞ্চুরি ছুঁতে মাত্র ৩টি ওভার বাউন্ডারি দরকার।
এতে সবচেয়ে বড় অবদান রেখেছেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। দুজনেই ১০টি করে ম্যাচ খেলেছেন। তামিমের ছক্কার সংখ্যা ২১, আর পারভেজের ব্যাট থেকে ২০টি ছক্কা এসেছে।