১৫/৫—এমন কিছু আগে দেখেনি পাকিস্তান, বাংলাদেশের ইতিহাসেও 'প্রথম'
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৯:০০ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৫:২০ PM
দলীয় ১৫ রানেই ৫ উইকেট নেই পাকিস্তানের, সেটাও আবার বাংলাদেশের বিপক্ষে! ভাবতেই গা শিউরে উঠবে যে কারোর। তবে এমনই এক ঘটনার সাক্ষী হলেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ১৫ তুলতেই ৫ ব্যাটারকে হারিয়েছে দ্য গ্রিন ম্যানরা। সফরকারীদের টপ-অর্ডারের পর মিডল-অর্ডারও গুড়িয়ে দিয়েছেন লাল-সবুজের বোলাররা। বাংলাদেশের ইতিহাসে এই সংস্করণে সবচেয়ে কম রানে প্রতিপক্ষের ৫ উইকেট নেওয়ার রেকর্ড।
পাকিস্তানের জন্যও এটি তিক্ত রেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে আগে কখনো এত কম রানে প্রথম ৫ উইকেট হারায়নি দ্য গ্রিন ম্যানরা। তাদের আগের রেকর্ড ১৬/৫, ২০২৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
বাংলাদেশের আগের রেকর্ডটি ছিল ২৪/৫।২০২১ সালে পাপুয়া নিউগিনির বিপক্ষে এসেছিল এটি।
বাংলাদেশের ১৩৩ রানের জবাবে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় সফরকারীরা। মেহেদীর করা ওভারের শেষ বলে রানআউট সাইম আইয়ুব (৪ বলে ১)। পয়েন্টের দিকে ঠেলে ১ রান নিতে চেয়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। পারভেজ–রিশাদের হাত ঘুরে আসার পর লিটনের গ্লাভসে ভাঙে উইকেট।
এরপর দ্বিতীয় ওভারে আউট মোহাম্মদ হারিস। টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হারিসকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন শরীফুল ইসলাম। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি প্রথম বলেই আউট হওয়া হারিস।
খানিকক্ষণ পর ফখর জামানও ৮ বলে ৮ রান করে ফেরেন। বাঁহাতি পেসার শরীফুলের বলে উইকেটকিপার লিটন দাসকে ক্যাচ দেন ফখর জামান।
এরপর নিজের প্রথম ওভারে পরপর দুটি ডেলিভারিতে হাসান ও মোহাম্মদ নেওয়াজকে ফিরিয়ে পাকিস্তানের স্কোরটাকে ১৫/৫ বানিয়ে ফেলেন তানজিম হাসান। দুই নেওয়াজকেই উইকেটকিপার লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরান তিনি। হাসান ৬ বলে ও মোহাম্মদ নেওয়াজ ১ বল খেলে রানের খাতা স্পর্শ করতে পারেননি।