ইতিহাস গড়ার মিশনে বড় পুঁজি পেল না বাংলাদেশ

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ  © সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে দীর্ঘ ৯ বছরের আক্ষেপের অবসান ঘটায় বাংলাদেশ। এবার সামনে আরও বড় সুযোগ—এই ম্যাচে জয় পেলেই প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা। তবে ইতিহাস গড়ার মিশনে বড় পুঁজি পায়নি বাংলাদেশ।

মঙ্গলবার (২২ জুলাই) হোম অব ক্রিকেট মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রানের সংগ্রহ পেয়েছে  বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন জাকের আলী। 

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ৭ বল খেলে মাত্র ৩ রান যোগ করে ফেরেন তানজিদের জায়গায় সুযোগ পাওয়া নাঈম শেখ। ফাহিম আশরাফের বলটি উইকেটকিপারের মাথার ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন, কিন্তু ঠিক মতো টাইমিং করতে না পারায় ক্যাচ তুলে দেন সরাসরি উইকেটরক্ষকের হাতে।

সতীর্থ নাঈমের দেখানো পথেই হাঁটেন। সালমানকে উড়িয়ে ডিপ মিডউইকেটে খেলতে চেয়েছিলেন লিটন। তবে টাইমিং না হওয়ায় হাসান নেওয়াজের ক্যাচ হয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। ৯ বলে ১ চারে ৮ রান করে বিদায় নেন উইকেটকিপার এই ব্যাটার। 

এরপর রানআউটে কাটা পড়েন তাওহীদ হৃদয়। মিড অফে বল ঠেলে একটি রান চুরি করতে চেয়েছিলেন হৃদয়। কিন্তু সরাসরি থ্রোয়ে ননস্ট্রাইকিং প্রান্তের উইকেট ভেঙে দেন সালমান আলী। ৪ বলের মধ্যে ২ উইকেট হারানো সালমান মির্জার ওভারটিতে কোনো রান নিতে পারেনি স্বাগতিকরা। 

পাওয়ার প্লে’তে ইমনের উইকেটও হারায় বাংলাদেশ। কিছুটা রয়েসয়ে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ভাগ্য সহায় হয়নি। ১৪ বলে ১৩ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। মাত্র ৩ রান ব্যবধানে ৩ উইকেট হারানো টাইগার শিবিরকে টেনে তুলছিলেন মেহেদী ও জাকির জুটি। পঞ্চম উইকেট জুটিতে ফিফটিও তুলে ফেলেন তারা। তবে এরপরই বিদায়ঘণ্টা বাজে মেহেদীর।

মোহাম্মদ নেওয়াজকে ছক্কা হাঁকানোর পরের বলেই আউট এ অলরাউন্ডার। লং অফে তার ক্যাচ নেন হাসান নেওয়াজ। এতে ৫৩ রানের পঞ্চম উইকেট জুটিও। ২৫ বলে ৩৩ রান করে ফেরেন মেহেদী। দলীয় সেঞ্চুরির আগে শামীমের উইকেটও হারায় স্বাগতিকেরা। ওভারের প্রথম বলে আহমেদ দানিয়ালকে ছক্কা হাঁকান জাকের। এরপর এক রান নিয়ে শামীমকে স্ট্রাইক দেন। কিন্তু এই অলরাউন্ডারকে বোল্ড করে ‘প্রতিশোধ’ নেন অভিষিক্ত এই পেসার। ৪ বল খেলে মাত্র ১ রান করেন বলটিকে উইকেটে টেনে আনা শামীম।

আগের বলে সালমান মির্জাকে চারে মেরে দলের সংগ্রহ ১০০ রানে পৌঁছে দেন তানজিম সাকিব। তবে পরের বলেই ছক্কা মারতে গিয়ে এক্সট্রা কভারে ফখর জামানের দুর্দান্ত ক্যাচে পরিণত হন এ পেসার। দ্রুত রান তুলতে গিয়ে রিশাদও বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেননি (৪ বলে ৮ রান)। তবে জাকেরের লড়াকু ফিফটিতেও বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ।


সর্বশেষ সংবাদ