১১ বল ব্যবধানে নেই ৩ উইকেট, বিপদে বাংলাদেশ

নাঈমের দেখানো পথেই হাঁটলেন লিটন দাস
নাঈমের দেখানো পথেই হাঁটলেন লিটন দাস  © সংগৃহীত

সতীর্থ নাঈমের দেখানো পথেই হাঁটলেন লিটন দাস। একই ওভারে তাওহীদ হৃদয়ের উইকেটও হারিয়েছে বাংলাদেশ। ইমনও আজ নিজেকে মেলে ধরতে পারেননি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৯ রান।  মেহেদীর সঙ্গে উইকেটে আছেন জাকের আলী। 

সালমানকে উড়িয়ে ডিপ মিডউইকেটে খেলতে চেয়েছিলেন লিটন। তবে টাইমিং না হওয়ায় হাসান নেওয়াজের ক্যাচ হয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। ৯ বলে ১ চারে ৮ রান করে বিদায় নিলেন লিটন। 

এরপর রানআউটে কাটা পড়েন তাওহীদ হৃদয়। মিড অফে বল ঠেলে একটি রান চুরি করতে চেয়েছিলেন হৃদয়। কিন্তু সরাসরি থ্রোয়ে ননস্ট্রাইকিং প্রান্তের উইকেট ভেঙে দেন সালমান আলী। ৪ বলের মধ্যে ২ উইকেট হারানো বাংলাদেশ সালমান মির্জার ওভারটিতে কোনো রান নিতে পারেনি।

পাওয়ার প্লেতে ইমনের উইকেটও হারিয়েছে বাংলাদেশ। কিছুটা রয়েসয়ে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করছিলেন এই ওপেনার। তবে শেষমেশ আগের ম্যাচের মত রঙিন ইনিংস সাজানো হয়ে উঠেনি তার। ১৪ বলে ১৩ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এতে ১১ বলের মধ্যে ৩ রান তুলতে ৩ উইকেট হারাল বাংলাদেশ। 

এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ৭ বল খেলে মাত্র ৩ রান যোগ করে ফেরেন তানজিদের জায়গায় সুযোগ পাওয়া নাঈম শেখ। ফাহিম আশরাফের বলটি উইকেটকিপারের মাথার ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন, কিন্তু ঠিক মতো টাইমিং করতে না পারায় ক্যাচ তুলে দেন সরাসরি উইকেটরক্ষকের হাতে।


সর্বশেষ সংবাদ