ব্যর্থতার বৃত্তেই কাটা পড়লেন নাঈম

নাঈমকে ফিরিয়েছেন ফাহিম আশরাফ
নাঈমকে ফিরিয়েছেন ফাহিম আশরাফ  © সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে সুযোগ পেয়েছিলেন নাঈম শেখ। তবে ধীরগতির এক ইনিংস খেলে উল্টো সমালোচনায় পড়েন এ ওপেনার। এবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও সুযোগ পেয়ে ব্যর্থ নাঈম। ৭ বল খেলে মাত্র ৩ রান করেই ফেরেন তানজিদের জায়গায় সুযোগ পাওয়া এ ব্যাটার।

ফাহিম আশরাফের বলটি উইকেটকিপারের মাথার ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন, কিন্তু ঠিক মতো টাইমিং করতে না পারায় ক্যাচ তুলে দেন সরাসরি উইকেটরক্ষকের হাতে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ১৪। নাঈমের বিদায়ের পর ক্রিজে এসেছেন অধিনায়ক লিটন দাস।

এর আগে, ইতিহাস গড়ার মিশনে টস ভাগ্য সহায় হয়নি লিটন দাসের। টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। সিরিজ জয়ের লক্ষ্যে একাদশে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। তানজিদ তামিমের জায়গায় নাঈম শেখ এবং তাসকিনের বদলে আরেক পেসার শরিফুল ইসলাম ঢুকেছেন। অন্যদিকে, প্রথম ম্যাচে হারের পর একাদশে একটি পরিবর্তন এনেছে পাকিস্তান। স্পিনার আবরার আহমেদের জায়গায় আহমেদ দানিয়াল সুযোগ পেয়েছেন। 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!