রোহিত শর্মা হারাতে পারেন নেতৃত্ব, নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত

রোহিত শর্মা
রোহিত শর্মা  © ফাইল ফটো

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খুব কাছে গিয়েও শিরোপা জেতা হয়নি রোহিত শর্মার। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার ছিল বড় ধাক্কা। এরপর অনেকে ভেবেছিলেন, হয়তো ২০২৭ বিশ্বকাপ হবে রোহিতের শেষ লড়াই—সেখানে নেতৃত্ব দিয়ে ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।

কিন্তু ভারতের প্রভাবশালী ক্রীড়া গণমাধ্যম স্পোর্টস তক জানিয়েছে, হয়তো সে সুযোগটাও পাবেন না রোহিত। শুধু অধিনায়কত্ব নয়, তিনি বাদ পড়তে পারেন পুরো ওয়ানডে দল থেকেই।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। তখন রোহিতের বয়স হবে প্রায় ৪০ বছর। বয়স ও ভবিষ্যতের পরিকল্পনার কথা ভেবে বিসিসিআই নাকি নেতৃত্বে তরুণদের সুযোগ দিতে চাইছে। সে ক্ষেত্রে বোর্ডের প্রথম পছন্দ ২৫ বছর বয়সী শুবমান গিল, যিনি এরই মধ্যে টেস্টে ভারতের অধিনায়ক হয়েছেন।

স্পোর্টস তকের প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই বিসিসিআই রোহিতের সঙ্গে আলোচনায় বসবে। কিন্তু ধারণা করা হচ্ছে, তিনি হয়তো ইতোমধ্যেই নিজের শেষ ওয়ানডে ম্যাচটি খেলে ফেলেছেন।

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত রোহিত অধিনায়ক হিসেবে সফল ছিলেন। টুর্নামেন্ট জেতার পাশাপাশি নিজেও ভালো ব্যাটিং করেছেন। ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৬ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা।

তবে বোর্ড এখন ভবিষ্যতের ভাবনায়। আগামী অক্টোবরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সিরিজে গিলের হাতেই নেতৃত্ব তুলে দেওয়া হতে পারে।

গিলের অধিনায়কত্বের অভিজ্ঞতা মূলত আইপিএল ও রাজ্য দলের। জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব শুরু করেন গত বছর জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টিতে। টেস্টে রোহিতের অবসরের পর দায়িত্ব পেয়েই ইংল্যান্ড সফরে দারুণ নেতৃত্ব দিচ্ছেন গিল। হেডিংলিতে হারলেও এজবাস্টনে জিতে ভারত সিরিজে সমতায় ফিরেছে।

ব্যাট হাতেও গিল আছেন দুর্দান্ত ছন্দে—প্রথম দুই টেস্টে ৫৮৫ রান, আছে দুই সেঞ্চুরি ও একটি ডাবল সেঞ্চুরি।

রোহিত শর্মা ভারতের সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ক (৭৫% জয়)। তাঁর নেতৃত্বেই ভারত জিতেছে ২০১৮ ও ২০২৩ এশিয়া কাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি।

তবুও বয়স, ভবিষ্যতের ভাবনা ও নতুন নেতৃত্বের সন্ধানে রোহিতের ওয়ানডে অধ্যায় হয়তো শেষের পথে।


সর্বশেষ সংবাদ