কোহলি-রোহিতের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া কঠিন হবে : সৌরভ গাঙ্গুলি

বিরাট কোহলি ও রোহিত শর্মা
বিরাট কোহলি ও রোহিত শর্মা  © ফাইল ফটো

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বিরাট কোহলি ও রোহিত শর্মার সুযোগ পাওয়া কঠিন হবে বলে মনে করেন ভারতের সাবেক অধিনায়ক ও বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র এক ফরম্যাট খেলে ফিটনেস ধরে রাখা কঠিন হবে কোহলি-রোহিতের।

ইতোমধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন কোহলি ও রোহিত। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন তারা। বিশ্বকাপের আগে ৯টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে ২৭ ম্যাচ খেলবে ভারত। 

কিন্তু আগামী ওয়ানডে বিশ্বকাপে কোহলি-রোহিতের খেলা চ্যালেঞ্জিং হবে বলে জানান গাঙ্গুলি। পিটিআইয়ের সাথে আলাপকালে গাঙ্গুলি বলেন, ‘বছরে ১৫ ম্যাচ খেলে বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়া সহজ হবে না।’

তিনি আরও বলেন, ‘আমার কোন পরামর্শ তাদের জন্য নেই। আমি মনে করি, খেলাটি সম্পর্কে তারা আমার মতই জানে। নিজেদের সিদ্ধান্ত তারাই নেবে। কিন্তু সবাইকে বুঝতে হবে, অন্য সবার মতো একটা সময় খেলা তাদের থেকে দূরে সরে যাবে এবং তারাও খেলা থেকে দূরে সরে যাবে।’

রোহিত-কোহলিকে ছাড়া ইংল্যান্ড সিরিজ দিয়ে টেস্ট যুগ শুরু করেছে ভারত। ইংল্যান্ড সিরিজে থাকলে কোহলির ব্যাটে রান বন্যা হত বলে জানান গাঙ্গুলি। তিনি বলেন, ‘এমন সময় অবসর নেয়া উচিত, যখন মানুষ বলবে কেন অবসর নিয়েছে। আবার যখন অবসরের সময়, তখন বলবে কেন অবসর নিচ্ছে না। একজন খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান বোঝা দরকার। কোহলি জানত শেষ ৫ বছরে টেস্টে ভাল করতে পারেনি। তারপরও তার মত চ্যাম্পিয়ন ফেরার উপায় ঠিকই খুঁজে বের করত। ইংল্যান্ড সফরে কোহলি দলে থাকলে আমি বিশ্বাস করি, সে অনেক রান করত। কিন্তু সে মনে করেছে এখনই যাওয়ার সময় হয়েছে।’


সর্বশেষ সংবাদ