লর্ডসে রাজকীয় সেঞ্চুরি জো রুটের, গড়লেন যত কীর্তি

১১ জুলাই ২০২৫, ০৮:১৮ PM , আপডেট: ১২ জুলাই ২০২৫, ১২:৫৯ AM
জো রুট

জো রুট © সংগৃহীত

এক রানের জন্য পুরো একটি রাত অপেক্ষা করতে হয়েছে তাঁকে। গতকাল লর্ডস টেস্টের প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন জো রুট। তিন অঙ্কে পৌঁছাতে দরকার ছিল ১ রান। আজ সেই রান এসেছে দিনের প্রথম বলেই, যশপ্রীত বুমরার বলে চার মেরে। দ্বিতীয় দিনের শুরুতেই সেঞ্চুরি পূর্ণ করে রুট গড়েছেন টেস্ট সেঞ্চুরির নতুন কীর্তি।

টেস্ট ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ রানের মালিক এখন পঞ্চম সর্বোচ্চ সেঞ্চুরিরও মালিক। লর্ডসে ভারতের বিপক্ষে করা সেঞ্চুরিটি রুটের ক্যারিয়ারের ৩৭তম। যেটিতে তিনি পেছনে ফেলেছেন ভারতের রাহুল দ্রাবিড় ও অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথকে, দুজনের সেঞ্চুরিই ৩৬টি করে। ক্যারিয়ারে সেঞ্চুরিতে রুটের সামনে আছেন কুমার সাঙ্গাকারা (৩৮), রিকি পন্টিং (৪১), জ্যাক ক্যালিস (৪৫) ও শচীন টেন্ডুলকার (৫১)।

তবে রুটের সেঞ্চুরির মাহাত্ম্যের শেষ এখানেই নয়। ক্যারিয়ারের ১৫৬তম টেস্ট খেলা রুট লর্ডসে সেঞ্চুরি করলেন টানা তৃতীয় ইনিংসে। গত বছরের আগস্টে এ মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ইনিংসে করেছিলেন ১৪৩ ও ১০৩।

ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী মাঠটিতে টানা তিন ইনিংসে সেঞ্চুরির কীর্তিতে রুট তৃতীয়। প্রথমবার এমন কিছু করেছিলেন কিংবদন্তি ইংলিশ ব্যাটসম্যান জ্যাক হবস, সেটা ছিল ১৯১২ থেকে ১৯২৬ সালের মধ্যে। পরেরবার এ কীর্তি গড়েন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন, ২০০৪ ও ২০০৫ সালে।

রুটের আজকের সেঞ্চুরিটি ভারতের বিপক্ষে ১১তম। ভারতের বিপক্ষে এটি যৌথভাবে সর্বোচ্চ। অস্ট্রেলিয়ার স্মিথের ১১ সেঞ্চুরি আছে ৪৬ ইনিংসে, রুটের লেগেছে কিছুটা বেশি—৬০ ইনিংস।

রুটের ৩৭তম সেঞ্চুরিটি এসেছে বেশ কষ্টেসৃষ্টেই, খেলেছেন মোট ১৯২ বল—যা ২০২২ সালে বাজবল ক্রিকেট চালু হওয়ার পর ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় ধীরতম (শীর্ষ দুইয়ে ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বেন ফোকসের ২০৬ এবং ২০২৪ সালে ভারতের বিপক্ষে রুটের ২১৯ বলের সেঞ্চুরি)।

মাইলফলক গড়া ইনিংসটি অবশ্য বেশি লম্বা হয়নি। ১০৪ রান করে বোল্ড হয়েছেন বুমরার বলে।

সর্বোচ্চ দল নিয়ে বুধবার শুরু হচ্ছে ১৬তম জাতীয় আরচ্যারী চ্য…
  • ২০ জানুয়ারি ২০২৬
সুজুকি মোটরবাইক প্রেসিডেন্ট কাপ ফেন্সিংয়ে যুগ্ম চ্যাম্পিয়ন …
  • ২০ জানুয়ারি ২০২৬
ই-টিকেটিং ও কাউন্টার পদ্ধতির আওতায় আসছে রাজধানীর বাস
  • ২০ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচনের স্থগিতাদেশ গণতান্ত্রিক অধিকার হরণ ও স্বৈরা…
  • ২০ জানুয়ারি ২০২৬
প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার
  • ২০ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9