ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ   © সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। গুরুত্বপূর্ণ এ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হয়েছে ম্যাচটি।

দলে দুটি পরিবর্তন এনেছে টাইগাররা। ইনজুরির কারণে লিটন দাসকে একাদশে রাখা হয়নি, তার জায়গায় শামীম হোসেন পাটোয়ারী সুযোগ পেয়েছেন। একই সঙ্গে পেসার তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে, তার জায়গায় দলে ঢুকেছেন হাসান মাহমুদ।

শুধু বাংলাদেশ নয়, একাদশে পরিবর্তন এনেছে স্বাগতিক শ্রীলঙ্কাও। আগের ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স করা মিলান রত্ননায়েকে ও এহসান মালিঙ্গাকে বাদ দিয়ে দুনিথ ভেল্লালাগে এবং দুষ্মন্ত চামিরা দলে জায়গা পেয়েছেন।

প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার স্পিন আক্রমণে গুঁড়িয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। এবার সেই ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য মিরাজদের সামনে।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিথা ফার্নান্দো।

 


সর্বশেষ সংবাদ