রজতজয়ন্তীর দিনে টেস্ট ক্রিকেটে ব্যর্থতার ছবি বাংলাদেশের

২৬ জুন ২০২৫, ০৭:০০ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৯:০৭ PM
কলম্বো টেস্টের ধুসর দিন পার করল বাংলাদেশ

কলম্বো টেস্টের ধুসর দিন পার করল বাংলাদেশ © সংগৃহীত

বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজতজয়ন্তী আজ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এ উপলক্ষে উৎসব আয়োজিত হয়েছে। একইসঙ্গে চোখ ছিল কলম্বোতেও। যেখানে বাংলাদেশ ভালো করতে পারলে হয়তো সোনায় সোহাগা। সেই প্রাপ্তি অবশ্য মেলেনি হতাশার বোলিংয়ের কারণে। কলম্বো টেস্টের ধুসর দিনটা বাংলাদেশ পার করল স্বাগতিকদের চেয়ে ৪৩ রান পিছিয়ে থেকে।

বাংলাদেশি ব্যাটাররা সুবিধা করতে না পারলেও এই উইকেটে আজ শ্রীলঙ্কা ৭৮ ওভার খেলে মাত্র ২ উইকেট হারিয়ে করেছে ২৯০ রান। পাথুম নিশাঙ্কার চতুর্থ সেঞ্চুরিতে রান পাহাড়ের স্বপ্ন দেখছে স্বাগতিকেরা। ১৪৬ রানে অপরাজিত আছেন এই ব্যাট। তার সঙ্গে কাল সকালে ব্যাটিংয়ে নামবেন ৫ রান করা প্রবাত জয়াসুরিয়া।

প্রথম ইনিংসে ৭১ ওভারে ৮ উইকেটে ২২০ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে সফরকারীরা। ৫১ বলে ২৭ রান যোগ করে হারায় শেষ ২ উইকেট। ৭৯.৩ ২৪৭ রানে গুটিয়ে যায়। সাদমান ইসলামের ৪৬ রানই বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিক। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে ৩৪ ও ৩১ রান। ৯ নম্বরে নেমে তাইজুল করেন ৩৩ রান। শ্রীলঙ্কার সোনাল দিনুসা, আসিথা ফার্নান্দো তিনটি করে উইকেট নিয়েছেন।

ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা ওয়ানডে মেজাজে খেলা শুরু করেছে। স্বাগতিকদের বিন্দুমাত্র বেকায়দায় ফেলতে পারেনি বাংলাদেশ। সুযোগ বলতে দলীয় ৪৪ রানের সময় লঙ্কানদের প্রথম উইকেট ফেলার সুযোগ তৈরি করে বাংলাদেশ। অষ্টম ওভারের পঞ্চম বলে তাইজুলকে স্লগ সুইপ করতে যান লাহিরু উদারা। আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে উদারা বেঁচে যান আম্পায়ার্স কলের কারণে।

২৪ তম ওভারের তৃতীয় বলে উদারাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন তাইজুল ইসলাম। ৬৫ বলে ৪ চারে ৪০ রান করেন উদারা। তাতে ভেঙে যায় নিশাঙ্কা ও উদারার ১৪১ বলে ৮৮ রানের উদ্বোধনী জুটি। । আর এই উইকেট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন তাইজুল।

উদারার বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন দিনেশ চান্দিমাল। নিশাংকার সঙ্গে সাবলীলভাবে এগোতে থাকেন চান্দিমাল। দলীয় ১৪৪ রানে লঙ্কানরা হারাতে পারত দ্বিতীয় উইকেট। ৩৭ তম ওভারের তৃতীয় বলে চান্দিমালের বিপক্ষে তাইজুল এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার আঙুল তুলে দেন। রিভিউতে দেখা যায়, তাইজুলের বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যায়। চান্দিমালের রান তখন ৩২।

বেঁচে যাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি চান্দিমালকে। ৭০ বলে পেয়েছেন ৩৪ তম টেস্ট ফিফটি। তবে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরতে হয় তাকে। নাঈম হাসানের বলে রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ দেন উইকেট রক্ষক লিটন দাসের হাতে। ফলে ১৫৩ বলে ১০ চার ও ১ ছক্কায় ৯৩ রানে ফেরেন তিনি। ভাঙে নিশাঙ্কার সঙ্গে ১৯৪ রানের জুটি। নিশাঙ্কা অবশ্য সেঞ্চুরি তুলে নিয়েছেন ঠিকই।

চৌধুরী জায়দান শারাফাত–মুয়ীদ ডাবলস বিজয়ী, গাজী রাকিব সিঙ্…
  • ১৭ জানুয়ারি ২০২৬
জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দুই দিনের কর্মসূচি বিএনপির
  • ১৭ জানুয়ারি ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন শেষ ২৬ জানুয়ারি
  • ১৭ জানুয়ারি ২০২৬
পাবনায় সুচিত্রা সেনের প্রয়াণদিবস ও কবি বন্দে আলী মিয়ার জন্ম…
  • ১৭ জানুয়ারি ২০২৬
জাবি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুর…
  • ১৭ জানুয়ারি ২০২৬
হাসনাতের আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9