তাইজুলের লড়াইয়ের পরও আড়াইশ’র আগেই থামল বাংলাদেশ

তাইজুল ইসলাম
তাইজুল ইসলাম   © সংগৃহীত

কলম্বো টেস্টে ২ উইকেট হাতে নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। তবে সকালেই সাজঘরে ফেরেন এবাদত হোসেন। পরিস্থিতি দেখে ব্যাট চালিয়ে খেলেন তাইজুল ইসলাম। অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। এতে ২৫০ রানও তোলা হয়নি বাংলাদেশের। ২২০ রানে প্রথম দিন শেষ হওয়া ইনিংস ২৪৭ রানে থেমেছে। ৩৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তাইজুল। সকালে ৭ দশমিক ৩ ওভার স্থায়ী ছিল বাংলাদেশের ইনিংস।

আগের দিনে বৃষ্টির কারণে ১৯ ওভার কম খেলা হয়েছিল। সে ক্ষতি পুশিয়ে নিতে আজ ১৫ মিনিট আগেই খেলা শুরু হয়েছিল। দিনের শুরুতে তাইজুলও আশার গল্প লেখার প্রতিচ্ছবি ফোটাচ্ছিলেন। দিনের তৃতীয় বলেই দৃষ্টিনন্দন এক বাউন্ডারি হাঁকান।

অবশ্য এরপর কেবল ৪ রান উঠতেই প্যাভিলিয়নের পথ ধরেন এবাদত। আসিথা ফার্নান্দোর খাটো লেন্থের ডেলিভারিটা তার প্যাডে লেগেছিল। নিশ্চিত আউট ভেবে উদযাপনেও মাতেন লঙ্কান বোলার। আম্পায়ারও তাতে সাড়া দেন। 

যদিও নিজেদের ঝুলিতে থাকা রিভিউতে বেঁচে যাওয়ার চেষ্টা চালিয়েছিলেন এবাদত। কিন্তু ফলাফল নিজেদের দিকে আসেনি। বল অফ স্টাম্পের বাইরে পড়ে সোজা স্টাম্পের লাইনে ইমপ্যাক্ট করেছে; মানে আউট। এতে রিভিউও হারায় বাংলাদেশ।

পরিস্থিতি দেখে দ্রুতই রান বাড়িয়ে নেওয়ার চেষ্টা চালান তাইজুল। দারুণ তিন বাউন্ডারিতে প্রত্যাশিত লড়াকু পুঁজি আভাসও দিচ্ছিলেন। অবশ্য ইনিংসের ৮০তম ওভারে একেবারে তাড়াহুড়ো করেই আড়াইশ ছুঁতে চেয়েছিলেন লেজের সারির এই ব্যাটার। তাতে ফল এসেছে উল্টো। 

সোনাল দিনুশাকে লং অনের ওপর দিয়ে তুলে মারতে চেয়েছিলেন। কিন্তু ঠিকমত ব্যাটে হয়নি। সহজ ক্যাচ নেন সোনাল দিনুশা। ৩৩ রানের অনবদ্য এক ইনিংস খেলে থামেন টাইগার এই স্পিনার। আর ২৪৭ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস।


সর্বশেষ সংবাদ