প্রথম সেশনে বাংলাদেশের নির্বিষ বোলিং
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১২:৫২ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ১১:৪৯ AM
হতাশার এক সেশনই কাটল বাংলাদেশের। টাইগার বোলারদের নির্বিষ বোলিংয়ে কোনো উইকেট না হারিয়ে ২১ ওভার শেষে ৮৩ রান তুলে প্রথম সেশন শেষ করেছে শ্রীলঙ্কা। পাতুম নিশাঙ্কা ৬৪ বলে ৪২ ও লাহিরু উদারা ৬২ বলে ৪০ রান করে অপারজিত আছেন। ম্যাচে এখনও ১৬৪ রানে এগিয়ে বাংলাদেশ।
প্রথম ইনিংসে বাংলাদেশের ২৪৭ রানের জবাবে দারুণ শুরু পায় শ্রীলঙ্কা। দারুণ সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছেন দুই ওপেনার পাতুম নিশাঙ্কা এবং লাহিরু উদারা। আগ্রাসী ব্যাটিংয়ে স্কোরবোর্ডে দ্রুত গতিতে রান তুলেছেন। রীতিমত টাইগার বোলারদের পিটিয়ে তক্তা বানিয়েছেন তারা।
সবমিলিয়ে প্রথম সেশনে কোনো বিপদ হতে দেননি এই দুই ওপেনার। এতে ২১ ওভারে বিনা উইকেটে ৮৩ রান তুলে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় শ্রীলঙ্কা।
এর আগে, কলম্বো টেস্টে ২ উইকেট হাতে নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। তবে সকালেই সাজঘরে ফেরেন এবাদত হোসেন। পরিস্থিতি দেখে ব্যাট চালিয়ে খেলেন তাইজুল ইসলাম। অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। এতে ২৫০ রানও তোলা হয়নি বাংলাদেশের। ২২০ রানে প্রথম দিন শেষ হওয়া ইনিংস ২৪৭ রানে থামে। ৩৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তাইজুল। সকালে ৭ দশমিক ৩ ওভার স্থায়ী ছিল বাংলাদেশের ইনিংস।