প্রথম সেশনে বাংলাদেশের নির্বিষ বোলিং

২৬ জুন ২০২৫, ১২:৫২ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ১১:৪৯ AM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

হতাশার এক সেশনই কাটল বাংলাদেশের। টাইগার বোলারদের নির্বিষ বোলিংয়ে কোনো উইকেট না হারিয়ে ২১ ওভার শেষে ৮৩ রান তুলে প্রথম সেশন শেষ করেছে শ্রীলঙ্কা। পাতুম নিশাঙ্কা ৬৪ বলে ৪২ ও লাহিরু উদারা ৬২ বলে ৪০ রান করে অপারজিত আছেন। ম্যাচে এখনও ১৬৪ রানে এগিয়ে বাংলাদেশ।

প্রথম ইনিংসে বাংলাদেশের ২৪৭ রানের জবাবে দারুণ শুরু পায় শ্রীলঙ্কা। দারুণ সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছেন  দুই ওপেনার পাতুম নিশাঙ্কা এবং লাহিরু উদারা। আগ্রাসী ব্যাটিংয়ে স্কোরবোর্ডে দ্রুত গতিতে রান তুলেছেন। রীতিমত টাইগার বোলারদের পিটিয়ে তক্তা বানিয়েছেন তারা।

সবমিলিয়ে প্রথম সেশনে কোনো বিপদ হতে দেননি এই দুই ওপেনার। এতে ২১ ওভারে বিনা উইকেটে ৮৩ রান তুলে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় শ্রীলঙ্কা।

এর আগে, কলম্বো টেস্টে ২ উইকেট হাতে নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। তবে সকালেই সাজঘরে ফেরেন এবাদত হোসেন। পরিস্থিতি দেখে ব্যাট চালিয়ে খেলেন তাইজুল ইসলাম। অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। এতে ২৫০ রানও তোলা হয়নি বাংলাদেশের। ২২০ রানে প্রথম দিন শেষ হওয়া ইনিংস ২৪৭ রানে থামে। ৩৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তাইজুল। সকালে ৭ দশমিক ৩ ওভার স্থায়ী ছিল বাংলাদেশের ইনিংস।

শাবিপ্রবিতে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড কাল
  • ০২ জানুয়ারি ২০২৬
‘চান্স প্লাস পড়ে ঢাবিতে পরীক্ষা দিয়েছিলাম, জানতাম না বইটির …
  • ০২ জানুয়ারি ২০২৬
বর্তমানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তবে তৃণমূলের মতামত…
  • ০২ জানুয়ারি ২০২৬
ড্যাফোডিল গ্রুপের ঐতিহাসিক ঘোষণা: নিট মুনাফার এক-তৃতীয়াংশ জ…
  • ০২ জানুয়ারি ২০২৬
সমন্বিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরি, পদ ২৬০, চলছে আবে…
  • ০২ জানুয়ারি ২০২৬
৫৫ জনের নামসহ অজ্ঞাত ৬০০ জনের নামে মামলা
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!