শান্তর চোট নিয়ে সবশেষ তথ্য জানালেন বাংলাদেশ কোচ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৪:৫৫ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ১২:৫২ PM
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টকে সামনে রেখে সোমবার থেকে কলম্বোতে ফের অনুশীলনে নেমেছিল বাংলাদেশ। এদিনই অনুশীলনে আঙুলে চোট পান সফরকারী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। স্লিপে ক্যাচ অনুশীলনের সময় ডান হাতে চোট পান টাইগার দলপতি।
লঙ্কান সিরিজে এর আগে আরও একবার চোট পেয়েছিলেন শান্ত। প্রথম টেস্টের আগে প্রথম দিনের অনুশীলনে আঙুলে চোট পেয়েছিলেন। অবশ্য আঙুলে ব্যান্ডেজ নিয়েই গল টেস্টে খেলেন। দ্বিতীয় টেস্টের আগে এবার পর্যবেক্ষণে থাকতে হচ্ছে তাকে। অবশ্য শেষ টেস্টে শান্ত খেলবেন বলে জানিয়েছেন বাংলাদেশ কোচ।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শান্ত’র চোটের সবশেষ অবস্থা জানিয়েছেন কোচ ফিল সিমন্স। টাইগার কোচ সিমন্স জানান, শান্ত ফিট আছেন। শেষ টেস্টে ম্যাচ খেলার জন্য প্রস্তুত রয়েছেন।
উল্লেখ্য, প্রথম টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন শান্ত। যার সুবাদে লঙ্কানদের সঙ্গে সিরিজের প্রথম টেস্ট ড্র করে টাইগাররা। ফলে, দ্বিতীয় টেস্টটি সিরিজ নির্ধারণী লড়াই। আগামী বুধবার (২৫ জুন) থেকে কলম্বোতে অনুষ্ঠেয় ম্যাচটিতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।