দুই ইনিংসে শতক, তবে আচরণে ভুল—আইসিসির শাস্তির মুখে পন্ত 

২৪ জুন ২০২৫, ০৩:২৩ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৬:৩৪ PM
ঋষভ পন্ত

ঋষভ পন্ত © সংগৃহীত

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করায় ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্তকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে আইসিসি। হেডিংলি টেস্টের তৃতীয় দিনে এ ঘটনা ঘটে। আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পন্ত ‘প্লেয়ার্স অ্যান্ড প্লেয়ার্স সাপোর্ট পার্সোনেল’ আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। এই অনুচ্ছেদ অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হয়।

ইংল্যান্ডের প্রথম ইনিংস চলাকালে ৬১তম ওভারের পর বলের আকৃতি পরীক্ষা করেন আম্পায়াররা। ‘গেজ’ দিয়ে বল পরিমাপ করে তারা সিদ্ধান্ত নেন, বল পরিবর্তনের প্রয়োজন নেই। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে পন্ত আম্পায়ারদের সামনে বল মাটিতে ছুড়ে মারেন। এই আচরণকেই শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করে আইসিসি।

আইসিসি জানায়, পন্তের শৃঙ্খলা রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এটাই তার প্রথম এমন শাস্তিযোগ্য আচরণ। তবে পন্ত দোষ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আলাদা করে শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সিদ্ধান্তে একমত হয়েছেন মাঠের আম্পায়ার পল রেইফেল ও ক্রিস গ্যাফানে, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবন শহীদ ও চতুর্থ আম্পায়ার মাইক বার্নস।

লেভেল ওয়ান পর্যায়ের শাস্তির সর্বনিম্ন রূপ হলো আনুষ্ঠানিক তিরস্কার। অপরাধের মাত্রা অনুযায়ী ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা ও এক থেকে দুই ডিমেরিট পয়েন্ট পর্যন্ত যোগ হতে পারে।

উল্লেখ্য, চলমান হেডিংলি টেস্টে ভারতের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন পন্ত। অ্যান্ডি ফ্লাওয়ারের পর টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা ইতিহাসের মাত্র দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান তিনিই। আজ পঞ্চম ও শেষ দিনে ইংল্যান্ড ব্যাট করবে ৩৭১ রানের লক্ষ্য নিয়ে। চতুর্থ দিন শেষে তারা বিনা উইকেটে সংগ্রহ করেছে ২১ রান। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন আরও ৩৫০ রান।

হারের পর ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ সিলেট টাইটান্সের সাবেক উপদ…
  • ২২ জানুয়ারি ২০২৬
আইসিসি থেকে ‘মিরাকল’ সিদ্ধান্তের প্রত্যাশা বিসিবি সভাপতির
  • ২২ জানুয়ারি ২০২৬
হাসনাত আবদুল্লাহর আসনে বিএনপি জোটের প্রার্থী জসিম উদ্দিন
  • ২১ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনের প্রতিবাদে নোবিপ্রবিতে মানব…
  • ২১ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবি ভর্তি পরীক্ষার ফল দেখুন এখানে
  • ২১ জানুয়ারি ২০২৬
মব সৃষ্টি করে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে ঢুকে মারধর, ৮ কর্মক…
  • ২১ জানুয়ারি ২০২৬