ঢাকায় এসেই যে আশার কথা শোনালেন হামজা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৪:৫৮ PM , আপডেট: ১১ জুন ২০২৫, ০৯:২১ PM
অল্প সময়ের মধ্যেই নানান গল্পের অধ্যায় লিখছেন হামজা চৌধুরী। নিজে স্বপ্ন বুনার পাশাপাশি ১৬ কোটি বাঙালির হৃদ-মন্দিরে আশার আলো প্রজ্বলিত করছেন। এরই মধ্যে লাল-সবুজের জার্সিতে বড় চাপের আভাস দিয়েছেন এবং দিচ্ছেন।
আজ (২ জুন) ঢাকায় পা রেখেই দুটি ম্যাচে জয়ের প্রত্যয় ধ্বনি ফুটিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডার।
আগামী ৪ জুন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটান এবং ১০ জুন এএফসি এশিয়ান কাপে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আসন্ন ম্যাচ দুটি সামনে রেখেই ঢাকায় ফিরেছেন হামজা। তবে ভুটানের বিপক্ষে পুরোটা সময় তাকে মাঠে দেখতে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।
ফ্লাইট দেরি হওয়ায় সকাল ১০টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন হামজা। বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে উঠেন তিনি।
বিমানবন্দরে হামজা বলেন, ‘আমাদের ভালো সুযোগ আছে। দুটো ম্যাচই আমরা জিতব ইনশাআল্লাহ।’
এর আগে, গত মার্চে এশিয়ান কাপের বাছাইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলেছিলেন হামজা। অভিষেক ম্যাচেই দাপট দেখান। এরপর আজ ফের ফিরলেন। তবে এখনও ঘরের মাঠে খেলা হয়নি হামজার, দ্রুতই সেটিও হয়ে যাবে।
এদিকে তারকাদের নিয়েই দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ২৬ সদস্যের এই প্রাথমিক দল। এরপর সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুন গুরুত্বপূর্ণ ম্যাচ। দুটি ম্যাচই ঢাকা স্টেডিয়ামে হবে।