তৃণমূল পর্যায় থেকে ফুটবল উন্নয়নে বদ্ধপরিকর বাফুফে: তাবিথ আওয়াল
- যশোর প্রতিনিধি
- প্রকাশ: ২৩ মে ২০২৫, ০৩:১৪ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৪:৫৯ PM
বাংলাদেশ ফুটবলের তৃণমূল পর্যায় থেকে উন্নয়নে জোর দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুক্রবার (২৩ মে) যশোর সদরের হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল অ্যাকাডেমিতে ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহ’ এবং ভাষা সৈনিক মুসা ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন বার্তা দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারসেলো কারলোস সিসা। তিনি ভাষা সৈনিক মুসা ভবনের উদ্বোধন করেন এবং বেলুন উড়িয়ে ‘গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহের সূচনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি নাসের শাহারিয়ার জাহেদী, ওহেদ উদ্দীন চৌধুরী, ফাহাদ কবীর এবং সদস্য ইকবাল হোসেন, গোলাম দাউদ, কামরুল হাসান, সাখাওয়াত হোসেন শাহিন ও সাইদুর রহমান মনি।
এ সময় বক্তব্যে বাফুফে সভাপতি তাবিথ আওয়াল বলেন, ‘আমরা তৃণমূল পর্যায় থেকে ফুটবল খেলোয়াড়দের উন্নয়ন করতে চাই। এবারের গ্রাসরুটস ফুটবল ডে ও বিশ্ব ফুটবল সপ্তাহে তৃণমূল থেকে ৬০০ খেলোয়াড় অংশ নিয়েছে, যা একটি বড় অর্জন। আমাদের ২২২টি একাডেমি রয়েছে, যেগুলোর পেছনে বাফুফে নিয়মিত সহায়তা করে যাচ্ছে। আমরা এসব একাডেমির মাধ্যমে দক্ষ ফুটবলার তৈরি করতে চাই।’
তিনি আরও বলেন, ‘তৃণমূলের এমন প্রাণবন্ত অংশগ্রহণ আমাকে অনুপ্রাণিত করেছে। এখান থেকে যে উৎসাহ পাচ্ছি, সেটি দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দিতে চাই।’
বাংলাদেশ ও আর্জেন্টিনার ফুটবল উন্নয়ন নিয়ে একটি চুক্তি রয়েছে উল্লেখ করে তাবিথ আওয়াল বলেন, ‘দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সমর্থকদের ভালোবাসা রয়েছে। আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সরাসরি উপস্থিতি তৃণমূল ফুটবলারদের জন্য অনুপ্রেরণা।’
অনুষ্ঠান শেষে একাডেমির মাঠে ৭ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোর ফুটবলাররা একটি সংক্ষিপ্ত প্রীতি ম্যাচে অংশ নেয়। অতিথিরা তাদের খেলা উপভোগ করেন।
এ সময় স্থানীয় সাংবাদিকদের রাষ্ট্রদূত মারসেলো কারলোস সিসা বলেন, ‘বাংলাদেশে ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা চোখে পড়ার মতো। এখানে সবাই মিলে ফুটবলের আনন্দ ভাগ করে নেয়। আমি বিশ্বাস করি, বাংলাদেশ শিগগিরই ফুটবলে বড় সাফল্য অর্জন করবে।’
ফুটবলের প্রতি তৃণমূলের এই সাড়া ভবিষ্যতের সোনালী সম্ভাবনার ইঙ্গিত দেয় বলেও মন্তব্য করেন তিনি।