‘আমার কাজই আমার হয়ে কথা বলে’, ফারুকের বিদায়ের পর হাথুরুসিংহে

৩১ মে ২০২৫, ০৭:৪৬ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৫:১০ PM
চণ্ডিকা হাথুরুসিংহে

চণ্ডিকা হাথুরুসিংহে © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে ফারুক আহমেদকে অপসারণ করা হয়েছে। বিসিবির অন্তত ৮ জন পরিচালক তার বিরুদ্ধে অনাস্থা জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) চিঠি দেওয়ার পর তাকে পদচ্যুত করা হয়। এবার ফারুকের বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।

লিংকডইনে এক পোস্টে হাথুরুর ভাষ্য, ‘আমি সাধারণত আমার কাজকেই আমার পক্ষে কথা বলতে দেই। তবে বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে আবারও আলোচনায় এসেছি।’

লঙ্কান এই কোচ যোগ করেন, ‘ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, বিসিবি সভাপতির অপসারণের একটি কারণ ছিল আমাকে বরখাস্ত করার পদ্ধতি। বোর্ডের সঙ্গে যথাযথ পরামর্শ ছাড়াই এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। মাঠে এবং মাঠের বাইরে স্বচ্ছতা, প্রক্রিয়া ও সম্মান সবসময়ই গুরুত্বপূর্ণ।’

গেল বছরের আগস্টে বিসিবির শীর্ষ পদে দায়িত্ব নেওয়ার পরই হাথুরুকে ছাঁটায়ের ইঙ্গিত দিয়েছিলেন ফারুক আহমেদ। এরপর অক্টোবরে চমক দিয়ে বিজ্ঞানী হাথুরুকে বিদায় বলে দেয় দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলাকালে স্পিনার নাসুম আহমেদকে শারীরিকভাবে আঘাত করেছিলেন তিনি।

যদিও বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছেন হাথুরু। এছাড়া সহকারী কোচের দায়িত্বে থাকা নিক পোথাসও বিষয়টি অস্বীকার করেন।

ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে হাথুরু বলেছিলেন, চাকরি হারানোর পর বাংলাদেশে নিজের জীবন নিয়ে শঙ্কায় ছিলেন তিনি। বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন তখন তাকে বলেছিলেন, ‘তোমার চলে যাওয়া উচিত। বোর্ডের কাউকে বলার দরকার নেই, তোমার কি টিকিট আছে?’। হাথুরু বলেন, ‘এটি আমার জন্য একটি সতর্কবার্তা ছিল। তখনই আমি একটু ভয় পেয়ে যাই।’

নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উপহার পেলেন মির্জা ফখরুল
  • ৩১ জানুয়ারি ২০২৬
রোববার ইশতেহার ঘোষণা করছে না জামায়াত, জানা গেল নতুন তারিখ
  • ৩১ জানুয়ারি ২০২৬
কোনো কোনো মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে স্কেল কি হবে?
  • ৩১ জানুয়ারি ২০২৬
ইসির অনলাইন কার্ড আবেদনে কয়েক হাজার সাংবাদিকের তথ্য ফাঁস 
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নানা বিধিনিষেধ
  • ৩১ জানুয়ারি ২০২৬