‘আমার কাজই আমার হয়ে কথা বলে’, ফারুকের বিদায়ের পর হাথুরুসিংহে

৩১ মে ২০২৫, ০৭:৪৬ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৫:১০ PM
চণ্ডিকা হাথুরুসিংহে

চণ্ডিকা হাথুরুসিংহে © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে ফারুক আহমেদকে অপসারণ করা হয়েছে। বিসিবির অন্তত ৮ জন পরিচালক তার বিরুদ্ধে অনাস্থা জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) চিঠি দেওয়ার পর তাকে পদচ্যুত করা হয়। এবার ফারুকের বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।

লিংকডইনে এক পোস্টে হাথুরুর ভাষ্য, ‘আমি সাধারণত আমার কাজকেই আমার পক্ষে কথা বলতে দেই। তবে বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে আবারও আলোচনায় এসেছি।’

লঙ্কান এই কোচ যোগ করেন, ‘ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, বিসিবি সভাপতির অপসারণের একটি কারণ ছিল আমাকে বরখাস্ত করার পদ্ধতি। বোর্ডের সঙ্গে যথাযথ পরামর্শ ছাড়াই এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। মাঠে এবং মাঠের বাইরে স্বচ্ছতা, প্রক্রিয়া ও সম্মান সবসময়ই গুরুত্বপূর্ণ।’

গেল বছরের আগস্টে বিসিবির শীর্ষ পদে দায়িত্ব নেওয়ার পরই হাথুরুকে ছাঁটায়ের ইঙ্গিত দিয়েছিলেন ফারুক আহমেদ। এরপর অক্টোবরে চমক দিয়ে বিজ্ঞানী হাথুরুকে বিদায় বলে দেয় দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ চলাকালে স্পিনার নাসুম আহমেদকে শারীরিকভাবে আঘাত করেছিলেন তিনি।

যদিও বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছেন হাথুরু। এছাড়া সহকারী কোচের দায়িত্বে থাকা নিক পোথাসও বিষয়টি অস্বীকার করেন।

ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে হাথুরু বলেছিলেন, চাকরি হারানোর পর বাংলাদেশে নিজের জীবন নিয়ে শঙ্কায় ছিলেন তিনি। বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন তখন তাকে বলেছিলেন, ‘তোমার চলে যাওয়া উচিত। বোর্ডের কাউকে বলার দরকার নেই, তোমার কি টিকিট আছে?’। হাথুরু বলেন, ‘এটি আমার জন্য একটি সতর্কবার্তা ছিল। তখনই আমি একটু ভয় পেয়ে যাই।’

আনোয়ারায় অর্ধশতাধিক মাদ্রাসা শিক্ষার্থীসহ পাঁচ গুণী শিক্ষকক…
  • ১১ জানুয়ারি ২০২৬
ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ভর্তি আবেদন শুরু ১৪ জানুয়ারি
  • ১১ জানুয়ারি ২০২৬
ফেনীর তিনটি আসনে নির্বাচনী মানচিত্র বদলাবে প্রায় ৬ লাখ তরুণ…
  • ১১ জানুয়ারি ২০২৬
ইটভাটা থেকে ৭ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলেন মাসুম বিল্লাহ
  • ১১ জানুয়ারি ২০২৬
লাজ ফার্মায় চাকরি, পদ ১২, আবেদন এইচএসসি পাসেই
  • ১১ জানুয়ারি ২০২৬
রিনা তালুকদারসহ ৮ বহিষ্কৃত নেতাকে দলে ফেরাল বিএনপি
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9