তামিমকে ‘ফলো’ করে তামিমের পাশে ইমন

১৮ মে ২০২৫, ০৫:১৮ PM , আপডেট: ২০ মে ২০২৫, ১২:৫১ PM
পারভেজ হোসেন ইমন

পারভেজ হোসেন ইমন © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫৪ বলে ১০০ রানের অসাধারণ ইনিংস খেলেন বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমন। পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারায় সেঞ্চুরির ইনিংসকে বিশেষ বলে অভিহিত করেছেন এই ওপেনার।

তামিম ইকবালের পর টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরির নজির গড়েন ইমন। তবে ৫৩ বলে সেঞ্চুরির পরই আউট হন তিনি। শেষ পর্যন্ত ৫ চার ও ৯ ছক্কায় ৫৪ বলে ১০০ রান করেন এই ব্যাটার। 

তার দুর্দান্ত সেঞ্চুরিতে সিরিজের প্রথম ম্যাচে ২৭ রানে জয় পায় বাংলাদেশ। ম্যাচ শেষে ইমন বলেন, ‘এটি অবশ্যই আমার জন্য বিশেষ কিছু। আন্তর্জাতিক ক্রিকেট এটাই আমার প্রথম সেঞ্চুরি।’ 

ইমন জানান, উইকেট ভালোভাবে বুঝতে পারায় এবং পরিকল্পনা নিখুঁতভাবে বাস্তবায়ন করতে পারায় এই ইনিংসটি আরও বিশেষ হয়ে উঠেছে। 

তিনি বলেন, ‘উইকেট মূল্যায়ন করে আমার প্রক্রিয়ার সঙ্গে থাকার চেষ্টা করেছি। আমার পরিকল্পনা কাজে লেগেছে এবং পরবর্তীতে এগিয়ে গিয়েছি। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

এদিকে ইমনের বাড়ি নোয়াখালী হলেও তার পরিবারের বসবাস চট্টগ্রামে, যেই শহরে তামিম ইকবালেরও বাড়ি। ক্রিকেট শেখার সময় থেকেই সাবেক এই অধিনায়কের ব্যাটিংয়ে চোখ রাখতেন বলে এখন কীর্তিতে তার সঙ্গে নাম লিখিয়ে খুশি ইমন। তার ভাষ্যমতে, ‘ছোটবেলা থেকে তামিম ভাইকে ফলো করতাম। খেলা দেখতাম। অনেক ভালো লাগত। ওনার পরে নামটা আমার এসেছে। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে।’

উল্লেখ্য, টস হেরে প্রথমে ব্যাট করে পারভেজের শতকে ৭ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। এরপর আরব আমিরাতকে ১৬৪ রানে গুটিয়ে দিয়ে ম্যাচ জিতে নেয় টাইগাররা। 

সেঞ্চুরির ইনিংস খেলার পথে বেশ কয়েকটি রেকর্ড গড়েন পারভেজ। টি-টোয়েন্টিতে এক ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড দখলে নেন তিনি। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ৭ ছক্কা মেরে এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন রিশাদ হোসেন।

বাউন্ডারি ও ওভার বাউন্ডারির সহায়তায় ৭৪ রান করেন পারভেজ। এতে ওমানের বিপক্ষে বাউন্ডারি ও ওভার বাউন্ডারির সহায়তায় তামিমের করা ৭০ রানের কৃতিত্বকে ছাড়িয়ে গেছেন তিনি।

বাকৃবির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ
  • ০২ জানুয়ারি ২০২৬
মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি
  • ০২ জানুয়ারি ২০২৬
আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর, সেটা হবে দীর্ঘ: ফারুকী
  • ০২ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনে খালেদা জিয়ার ‘বিকল্প’ প্রার্থী রফিকুল আলম মজনু
  • ০১ জানুয়ারি ২০২৬
নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনায় বিএনপির…
  • ০১ জানুয়ারি ২০২৬
উপহার হিসেবে ৩০ ভরি সোনা পেয়েছেন রাশেদ খাঁন, স্ত্রী আরও ১০ …
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!