অংকে কাঁচা কিন্তু ইংরেজিতে ভালো, কোহলির মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ভাইরাল
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৫:০৭ PM , আপডেট: ২০ মে ২০২৫, ১২:৫১ PM
সোশ্যাল মিডিয়াতে এখন আলোচনায় ভারতীয় ক্রিকেটের ‘কিং’ হিসেবে পরিচিত বিরাট কোহলি। গত সপ্তাহে টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়ে আলোচনায় আসার পর এবার তার মাধ্যমিকের সিবিএসই (সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এক্সামিনেশন) পরীক্ষার মার্কশিটের একটি ছবি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া পরীক্ষার মার্কশিট থেকে জানা গেছে, এই ক্রিকেটার ২০০৪ সালে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।
এই মার্কশিটটি যদিও এবারই প্রথম ভাইরাল হয়নি। এই ছবিটি প্রথম ভাইরাল হয়েছিল ২০২৩ সালে, আইএএস কর্মকর্তা জিতিন যাদবের শেয়ারের মাধ্যমে। এবার ফের তা উঠে এসেছে আলোচনায়, বিশেষ করে কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসরের প্রেক্ষাপটে।
ভাইরাল হওয়া মার্কশিট অনুযায়ী, কোহলি সিবিএসইতে মোট ৬০০ নম্বরের মধ্যে পেয়েছিলেন ৪১৯। ইংরেজি, সমাজবিজ্ঞান আর হিন্দিতে বেশ ভালো নম্বর পেলেও গণিত, বিজ্ঞান আর আইটির নম্বর ছিল তুলনামূলক কম। ইংরেজিতে পেয়েছিলেন ৮৩, সমাজবিজ্ঞানে ৮১ আর হিন্দিতে ৭৫। অন্যদিকে গণিতে মাত্র ৫১, বিজ্ঞান ও টেকনোলজিতে ৫৫ এবং প্রাথমিক তথ্যপ্রযুক্তিতে পেয়েছিলেন ৭৪।
এই মার্কশিট শেয়ার করে আইএএস কর্মকর্তা জিতিন যাদব লিখেছিলেন, ‘যদি কেবল নম্বরই সবকিছু নির্ধারণ করতো, তাহলে আজ গোটা দেশ তার পাশে থাকত না। সাফল্যের আসল চাবিকাঠি হলো প্যাশন আর ডেডিকেশন।’
তার এই বার্তা সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে সাড়া ফেলে। একজন ব্যবহারকারী লেখেন, ‘কোহলির আছে একটা বৈধ মার্কশিট+নিষ্ঠা=সাফল্য। আজ তিনি আমাদের জাতীয় গর্ব।’
বিরাট কোহলি একবার ইনস্টাগ্রামেও মাধ্যমিকের মার্কশিটটি শেয়ার করেছিলেন। সেখানে লিখেছিলেন, ‘মাধ্যমিকে যে বিষয়ে সবচেয়ে কম নম্বর পেয়েছিলাম, আমার জীবনে সেই বিষয়ের গুরুত্বই সবচেয়ে বেশি।’
সঙ্গে তিনি এও যোগ করেন, স্কুলে হয়তো খেলাধুলোকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয় না। কিন্তু, ছোটবেলা থেকে ক্রিকেটই তার কাছে ধ্যানজ্ঞান ছিল। আর এখন তো এটা অর্থ উপার্জনের প্রধান উৎস।’