পিএসএলে খেলা নিয়ে যা বললেন সাকিব

১৫ মে ২০২৫, ০৯:০৩ PM , আপডেট: ১৭ মে ২০২৫, ১০:৪১ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝপথে দল পেয়েছেন সাকিব আল হাসান। বুধবার হঠাৎ করেই এই অলরাউন্ডারের লাহোর কালান্দার্সের হয়ে খেলার প্রস্তাব পাওয়ায় বিষয়টি সামনে আসে। এবার আজ (১৫ মে) এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, পিএসএলের বাকি অংশে খেলবেন সাকিব। মূলত কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেলের বদলি হিসেবে লাহোরে খেলবেন সাবেক টাইগার দলপতি।

বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটির টিম ডিরেক্টর সামিন রানা বলেন, 'আমি সাকিবের লাহোর কালান্দার্স পরিবারে যুক্ত হওয়া নিয়ে রোমাঞ্চিত। তার অভিজ্ঞতা, স্কিল ও অলরাউন্ড সক্ষমতা আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন—বিশেষত টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এই সময়ে।'

তিনি আরও বলেন, 'তার উপস্থিতি আমাদের স্কোয়াডের গভীরতা বাড়াবে। আমি আত্মবিশ্বাসী যে সাকিবের যোগ দেওয়া মাঠের ভেতরে ও বাইরে শক্তিশালী প্রভাব ফেলবে।'

একই বিবৃতিতে নিজের প্রতিক্রিয়ায় সাকিবের ভাষ্য, 'এই মৌসুমের জন্য পিএসএলে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। আমরা টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে আছি, যেখানে প্রতিটা ম্যাচ নিয়েই হিসাব হচ্ছে। এটা এমন টুর্নামেন্ট, যা দেখতে আমি পছন্দ করি।'

তিনি যোগ করেন, 'এখন আমি মাঠে খেলার জন্য মুখিয়ে আছি। কালান্দার্সের দারুণ সমর্থক গোষ্ঠী, টিম স্পিরিট আছে। ভালো একটা ফল চায়, এমন দলের অংশ হওয়া নিয়ে আমি রোমাঞ্চিত।'

এদিকে লাহোরে আসরের শুরু থেকেই ছিলেন রিশাদ হোসেন। তবে আগামী ১৭ মে থেকে ফের শুরু হওয়া পিএসএলে এই স্পিনার থাকবেন কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে। কেননা, একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব। ১৬ দশমিক ৩৬ গড় এবং ১০৭ দশমিক ১৪ স্ট্রাইক রেটে ১৮১ রান করেছেন তিনি। এছাড়া ৭ দশমিক ৩৯ ইকোনোমিতে বল হাতে ৮টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

২০১৬ মৌসুমে করাচি কিংসের হয়ে পিএসএলে অভিষেক ম্যাচে ৩৫ বলে ৫১ রানের পাশাপাশি এক উইকেট শিকার করেছিলেন সাকিব। পরে পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন এই অলরাউন্ডার। তবে ইনজুরি ও অন্যান্য কারণে সব মৌসুমে নিয়মিত অংশ নিতে পারেননি তিনি।

এর আগে, ভারত-পাকিস্তানের মধ্যকার বিরাজমান পরিস্থিতিতে স্থগিত হয়েছিল পিএসএল। তবে আগামী ১৭ মে থেকে ফের মাঠে গড়াচ্ছে জনপ্রিয় এই টুর্নামেন্টটি। বিদেশি ক্রিকেটারদের অনেকেই আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়ছেন। ঝুঁকির কথা ভেবে পাকিস্তানেও যাচ্ছেন না কেউ কেউ। যে কারণে বিদেশি ক্রিকেটারদের খরা পড়েছে পিএসএলে। গুঞ্জন উঠেছে, পর্যাপ্ত বিদেশি ক্রিকেটারের যোগান দিতে সাপ্লিমেন্টারি ড্রাফট করতে পারে পিএসএল ম্যানেজমেন্ট।

ময়মনসিংহে বিএনপির ৩০ নেতা বহিষ্কার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে আপত্তিকর পোস্ট, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরের ঘটনার রেশ ধরে ঢাবিতে বিএনপির শীর্ষ নেতার নামে স্লো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬