পাঁচ বছর পর টেস্ট খেলতে বাংলাদেশে জিম্বাবুয়ে

বিমানবন্দরে জিম্বাবুয়ে ক্রিকেট দল
বিমানবন্দরে জিম্বাবুয়ে ক্রিকেট দল   © বিসিবি

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেন শন উইলিয়ামস ও ক্রেইগ আরবিনরা।

আজ রাতে ঢাকাতেই থাকবে কোচিং স্টাফসহ জিম্বাবুয়ে দল। বুধবার (১৬ এপ্রিল) সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। 

প্রায় পাঁচ বছর পর বাংলাদেশের মাঠে সাদা পোশাকের ক্রিকেট খেলবে রোডেশিয়ানরা। সবশেষ ২০২০ সালে টেস্ট খেলতে বাংলাদেশে এসেছিল তারা। একমাত্র ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছিল ক্রেইগ আরভাইনের নেতৃত্বাধীন দল।

গেল বছর অবশ্য মিরপুরে টি-টোয়েন্টি সিরিজ খেলে গেছে জিম্বাবুয়ে। এবারের টেস্ট সিরিজটিও গত বছরই হওয়ার কথা ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে থাকায় টেস্ট বাদ দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দল দুটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২০ এপ্রিল প্রথম টেস্ট শুরু হবে। চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) দ্বিতীয় ও শেষ টেস্ট ২৮ এপ্রিল শুরু হবে।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

জিম্বাবুয়ে স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারেন, ট্রিভর গওয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, ন্যাশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর ন্যাউচি, তাফাদজওয়া চিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence