নাটকীয় জয়ে বিশ্বকাপের আরো কাছে বাংলাদেশ

বাংলাদেশ দল
বাংলাদেশ দল   © সংগৃহীত

জয়ের জন্য শেষ ১০ ওভারে ৫৯ রান দরকার ছিল বাংলাদেশের। হাতে ছিল ৪ উইকেট। এমন পরিস্থিতিতে অনেকেই জয়ের প্রত্যাশা করেননি। তবে একপ্রান্ত আগলে রেখে আশার নিভু নিভু বাতি জ্বালিয়ে রেখেছিলেন রিতু মণি। তার দায়িত্বশীল ব্যাটিংয়েই শেষমেশ নিরাপদে তীরে পৌঁছায় বাংলাদেশ। রিতুর অপরাজিত ফিফটিতে আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারিয়ে বিশ্বকাপে খেলার স্বপ্নে আরেক ধাপ এগিয়ে গেছে টাইগ্রেসরা। 

রোববার (১৩ এপ্রিল) লাহোরে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে আইরিশরা। জবাবে ৪৮ দশমিক ৪ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই ফারজানাকে হারায় টাইগ্রেসরা। ডাক খেয়ে সাজঘরে ফেরেন এই অভিজ্ঞ ওপেনার।

আরেক ওপেনার ইশমা তানজিমও ব্যর্থতার বৃত্তে কাঁটা পড়েন। তার বিদায়ে ২ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর দলের হাল ধরেন শারমিন আক্তার ও জ্যোতি। কিন্তু ২৪ রানে শারমিন প্যাভিলিয়নে ফিরলে দলীয় ৫৪ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

এরপর সোবহানা মুস্তারি এবং জ্যোতিও দ্রুত সাজঘরের পথ ধরেন । তবে ফেরার আগে ফিফটি ছুঁয়ে ফেলেন টাইগ্রেস অধিনায়ক। ৫১ রান জ্যোতি ফেরার পরই খানিকটা ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ।

অধিনায়কের বিদায়ের পর দলের হাল ধরেন রিতু। তবে ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌসরা অন্যপ্রান্তে উইকেটে থিতু হতে পারেননি। শেষমেশ রিতুর ৬১ বলে অপরাজিত ৬৭ রানে ভর করে নাটকীয় জয় পায় বাংলাদেশ। এই জয়ে আসরের দুই ম্যাচের দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে নিগার সুলতানা জ্যোতির দল।

এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি আইরিশদের। শুরুতেই সারাহ ফোর্বসকে (৪) হারিয়ে ফেলে তারা। তবে দ্বিতীয় উইকেট জুটিতে শুরু ধাক্কা সামলে নেওয়ার চেষ্টা করেন গ্যাবি লুইস ও আমি হান্টার। গ্যাবিকে ২৪ রানে ফিরিয়ে ৫০ রানের এই জুটি ভাঙেন জান্নাতুল ফেরদৌস। এরপর হান্টার-ও বেশিক্ষণ উইকেট থিতু হতে পারেননি। ৩৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

চতুর্থ উইকেটে বড় জুটি গড়েন অরলা ও লাউরা। তবে ৪১ রানে অরলাকে ফিরিয়ে ৮৯ বলে ৭২ রানের জুটি ভাঙেন রাবেয়া।

এরপর ৫৫ বলে ফিফটি ছুঁয়ে বড় পুঁজির ইঙ্গিত দিচ্ছিলেন লাউরা। তবে ৭৫ বলে ৬৩ রানে তার বিদায়ের পর বাকিরা লড়াইটা সেভাবে জিইয়ে রাখতে পারেননি। শেষদিকে ১৭ বলে ২৪ রানের ক্যামিওতে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন আরলেন কেলি।  

বাংলাদেশের হয়ে ১০ ওভারে ৩৯ রান খরচায় ৩ উইকেট নেন রাবেয়া। এ ছাড়া ৮ ওভারে ৫০ রান দিয়ে ফাহিমা দুটি এবং একটি উইকেট শিকার করেন জান্নাতুল।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence