নিষেধাজ্ঞার সময়ে ‘বিন্দাস’ ছিলেন নাসির

০৭ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৩৭ PM
সতীর্থদের সঙ্গে নাসির হোসেন

সতীর্থদের সঙ্গে নাসির হোসেন © সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক নির্ধারিত শর্তাবলী সফলভাবে পূরণের পর আনুষ্ঠানিকভাবে পুনরায় ক্রিকেটে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন। তবে নিষেধাজ্ঞার এই সময়টা নাকি ভীষণ আনন্দে কেটেছে তার। ফের মাঠের ক্রিকেটে ফিরতে পেরে স্বাচ্ছন্দ্য বোধ করছেন এই অলরাউন্ডার।

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগ খেলতে গিয়ে দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন নাসির। ২০২৩ সালের সেপ্টেম্বরে তাকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। সেই সঙ্গে ৬ মাসের স্থগিত নিষেধাজ্ঞা ছিল। 

নিয়ম অনুযায়ী, ৭ এপ্রিল নিষেধাজ্ঞা মুক্ত হয়েই ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে নামেন নাসির। এদিন রূপগঞ্জের হয়ে খেলতে নেমে বল হাতে ১ উইকেট ও ব্যাট হাতে ৯ রান করেন নাসির।

ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে হাজির হয়ে ৩৩ বছর বয়সী এই তারকা জানান, 'দেড় বছর বাইরে ছিলাম। বিন্দাস (নির্ভার আনন্দ) ছিলাম। আর কী বলব (হাসি)। পরিবারের সঙ্গে ছিলাম। ভালো ছিলাম, আলহামদুলিল্লাহ্‌। খেলা মিস করেছি, ঠিক আছে। তবে পরিবারের সঙ্গে ছিলাম, ভালো ছিলাম।'

এদিকে মাঠের বাইরে আনন্দে থাকলেও চেনা সবুজ প্রান্তরের স্পর্শও বেশ মিস করেছেন তিনি। তাই ফের ফিরতে পেরে আনন্দিতও নাসির। তার ভাষ্যমতে, 'অবশ্যই ভালো লাগছে। যেই জিনিসটা মিস করছিলাম, ক্রিকেট খেলা। তাই অবশ্যই খুব ভালো লাগছে, অনেক দিন পর ক্রিকেট খেলে। এই তো!'

নিষেধাজ্ঞার সময়ে দুটি ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এবং দুটি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মিস করেছেন নাসির। এজন্য নিজেকে দুর্ভাগা মনে হয় এই অলরাউন্ডারের। তবে এখনও জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্ন হৃদয় গহিনে পুষে রেখেছেন তিনি।

নাসিরের ভাষ্যমতে, 'আমার মনে হয়, যারা ক্রিকেট খেলে, জাতীয় দলে খেলার জন্যই খেলে। আমিও স্বপ্ন দেখি। এটা বিশ্বাস করি, এখনও সুযোগ আছে। যদি পারফর্ম করতে পারি, অবশ্যই জাতীয় দলে খেলতে পারব। আপনি পারফর্ম করলে, সেটার মূল্যায়ন যদি ক্রিকেট বোর্ড করে, তাহলে আপনি পারফর্ম করতে পারবেন।'

এই অলরাউন্ডার যোগ করেন, 'যদি দেখেন, যেবার আমি বিপিএল ভালো খেললাম, এরপর কিন্তু আমাকে 'এ' দল বা টাইগার্স বা প্রস্তুতি ম্যাচ- কোথাও আমাকে ডাকেনি। তো, আপনি যদি পারফর্ম করার পর এসব জায়গায় না ডাকে, তাহলে জাতীয় দলে কীভাবে খেলবেন? অবশ্যই স্বপ্ন দেখি, জাতীয় দলে খেলার। এটা বিশ্বাস করি, পারফর্ম করলে অবশ্যই সুযোগ আসবে।'

আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬