মৃত্যুর কাছ থেকে ফিরে এসে যা বললেন তামিম

২৫ মার্চ ২০২৫, ০৪:০৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৩ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকা বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবাল এখন অনেকটাই সুস্থ। গত রাত থেকে তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন এবং পরিবারের সঙ্গেও কথা বলছেন। কিছুটা ভালো অনুভব করার পর, নিজের অনুভূতি ভাগ করে নিতে ভক্তদের উদ্দেশে একটি আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

দুই বছর আগে নগদের একটি বিজ্ঞাপনী ক্যাম্পেইনে তামিম এক অসহায় পিতার হার্টের অপারেশনের জন্য আর্থিক সহায়তা করেছিলেন। তামিমের হার্ট অ্যাটাকের পর সেই ভিডিওটি হঠাৎ ভাইরাল হয়ে যায়। বিষয়টি উল্লেখ করে তিনি পোস্টের শুরুতেই লেখেন—‘দুই বছর আগে এই রোজার সময় অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা চার বছরেও হার্টের অপারেশন করতে পারেননি। হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে—এই কথাটি আমরা বার বার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে?’

আল্লাহর রহমত ও সবার ভালোবাসায় কৃতজ্ঞ তামিম। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তামিম আরও লেখেন—‘আল্লাহ তাআলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য যে, এই বিপদের সময়ে কিছু অসাধারণ মানুষকে পাশে পেয়েছি, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় এই সংকট কাটিয়ে উঠতে পেরেছি।’

তিনি সবার কাছে অনুরোধ করে বলেন—‘কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে যদি আর কিছু না-ই করতে পারি, অন্তত যেন একে অপরের বিপদে পাশে দাঁড়াই— এটিই আমার অনুরোধ।’

তামিমের অসুস্থতার খবরে পুরো ক্রীড়াঙ্গন শোকে নিমজ্জিত ছিল। হাসপাতালেও ছিল চরম ভিড়। তবে সংকট কাটিয়ে অনেকটাই সুস্থ হয়ে ওঠায় ভক্তদের ভালোবাসায় সিক্ত তামিম কৃতজ্ঞতা জানিয়ে বলেন—‘আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।’ ভক্তদের এই ভালোবাসাই তাকে দ্রুত সুস্থ হয়ে আবারও মাঠে ফেরার অনুপ্রেরণা দেবে বলে আশাবাদী তামিম।

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যার সন্দেহভাজন আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
ফের বিশ্বসেরা ১০ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ডুয়েটের সাবেক শিক্…
  • ১২ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু
  • ১২ জানুয়ারি ২০২৬
পাবনার কারাগারে থাকা আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • ১২ জানুয়ারি ২০২৬
ইরানের পতাকাই পরিবর্তন করে ফেলল ইলন মাস্কের 'এক্স'
  • ১২ জানুয়ারি ২০২৬
ঢাকা কলেজে ইয়াবা সেবনকালে ২ শিক্ষার্থী আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9