ফেসবুকে সতর্কতা

মিজানুর রহমান আজহারীর ভয়েস ক্লোন করে প্রতারণা, বিব্রতকর বিজ্ঞাপন

১৯ জানুয়ারি ২০২৬, ০৮:০৯ PM
মিজানুর রহমান আজহারী

মিজানুর রহমান আজহারী © সংগৃহীত

মাওলানা মিজানুর রহমান আজহারীর ভয়েস ক্লোন করে প্রতারণা ও বিব্রতকর বিজ্ঞাপন দেওয়া হচ্ছে জানিয়েছে আলোচিত এই ইসলামিক স্কলার। আজ সোমবার (১৯ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে এ তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী বলেন, সম্প্রতি কিছু কুচক্রী প্রতারক মহল সোশ্যাল মিডিয়াতে আমার ছবি, ভিডিও এবং এমনকি আমার ভয়েস ক্লোন করে ডিজিটাল মাধ্যমে নানা ধরণের প্রতারণা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরণের ভুয়া প্রোডাক্ট প্রমোশন, চিকিৎসা সেবা, বিশেষ করে ওষুধি পণ্যের অবৈজ্ঞানিক, বিভ্রান্তিকর ও বিব্রতকর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। এসব কন্টেন্ট দেখে, এআই সম্পর্কে ওয়াকিবহাল নন এমন অনেক শুভাকাঙ্ক্ষী ভাই-বোনেরা আর্থিকভাবে প্রতারিত হচ্ছেন। অনেকের মনে আমাদের ব‍্যাপারে নেতিবাচক ধারণা সৃষ্টি হচ্ছে। যা আমার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। 

ইদানীং এসকল ভুয়া পণ্য বা ওষুধের জন্য Hasanah Foundation এর অফিসিয়াল নাম্বারে প্রতিনিয়ত ফোনকল আসছে। যা ফাউন্ডেশনের দাপ্তরিক কার্যক্রমে চরম বিঘ্ন ঘটাচ্ছে। এসব প্রচারণার সাথে আমার বা আমাদের ফাউন্ডেশনের কোনো সম্পর্ক নেই। আমার পরিচয় ব্যবহার করে এধরণের কোনো পণ্য বিক্রির চেষ্টা করা হলে তা সম্পূর্ণ ভুয়া এবং অনৈতিক। ইতোমধ্যেই আমরা এসকল প্রতারক মিডিয়া ও পেইজগুলোর একটি তালিকা প্রস্তুত করেছি যা শিগগিরই পুলিশের সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হবে। অনতিবিলম্বে এসব কন্টেন্ট রিমুভ না করলে, দেশ বা দেশের বাইরে যেখান থেকেই এধরনের প্রতারণা চালানো হচ্ছে তাদের বিরুদ্ধে— কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আমরা এমন কঠোর পদক্ষেপ নিতে চাই না। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় জনস্বার্থে ও ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে এটি অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। সকল প্রতারকচক্রের প্রতি এটি আমাদের পক্ষ থেকে ফাইনাল ওয়ার্নিং। অনতিবিলম্বে এসব প্রতারণামূলক কার্যক্রম বন্ধ না করলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবো। 

আশা করি,  যে সকল চক্র এধরনের গর্হিত কাজে জড়িত— তারা অনতিবিলম্বে এসব অপকর্ম থেকে সরে আসবে। আল্লাহ আপনাদের মেধা ও প্রযুক্তিগত দক্ষতাকে হালাল ও পজিটিভ কাজে ব্যবহার করে উত্তম পন্থায় রিজিক তালাশের তাওফিক দিন। পরিশেষে শুভাকাঙ্ক্ষীদেরকে বিশেষভাবে অবগত করতে চাই— কোনো বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত হওয়ার আগে আমাদের অফিশিয়াল সোর্স থেকে সত্যতা যাচাই করে নিন। কমেন্টে আমাদের সকল অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিংক দেয়া হল।

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্…
  • ২০ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ২০ জানুয়ারি ২০২৬
শুধু দল নয়, দেশের মানুষ থেকে মন্ত্রী বানাব: ডা. তাহের
  • ২০ জানুয়ারি ২০২৬
রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্ত…
  • ২০ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ কবে, জানালেন ডিন
  • ২০ জানুয়ারি ২০২৬
বিইউপির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9