তারেক রহমান © ফাইল ছবি
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জনপ্রিয়তা বেড়েছে। পেয়েছেন বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় স্থান। সামাজিক মাধ্যম বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত শীর্ষ ১০০ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তার অবস্থান ৬৭ নম্বরে।
সোশ্যাল ব্লেডের ‘টপ ১০০ ফেসবুক ক্রিয়েটরস বাই সোশ্যাল’ শীর্ষক তালিকা অনুযায়ী, ফেসবুকে প্রকাশিত কনটেন্টের সংখ্যা ও আলোচনার বিচারে তারেক রহমান অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও ওপরে।
সোশ্যাল ব্লেডের ব্যাখ্যায় বলা হয়েছে, ‘কনটেন্ট ক্রিয়েটর’ বলতে তাদেরই বোঝানো হয়, যাদের ঘিরে ফেসবুকে সবচেয়ে বেশি পোস্ট, আলোচনা ও বিভিন্ন ধরনের কনটেন্ট প্রকাশিত হয়।
এই মানদণ্ডে তারেক রহমান বর্তমানে বিশ্বব্যাপী প্রভাবশালী রাজনৈতিক নেতা, আন্তর্জাতিক ব্যক্তিত্ব ও সেলিব্রিটিদের কাতারে জায়গা করে নিয়েছেন। বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে ব্যাপক আলোচনা ও সক্রিয়তার প্রতিফলন হিসেবেই বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তার অবস্থান নিশ্চিত হয়েছে।