বুয়েটে অনুষ্ঠিত হলো ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড © সংগৃহীত
গাণিতিক দক্ষতা ও বিশ্লেষণী সক্ষমতার উৎকর্ষ সাধনের পাশাপাশি দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা সুপ্ত মেধা বিকাশের লক্ষ্যে ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গণিত বিভাগে অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে চূড়ান্ত পর্বের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ গণিত সমিতির সভাপতি ও পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের পুরকৌশল বিভাগের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল। এ ছাড়া উপস্থিত ছিলেন স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৫-এর আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনিরুল আলম সরকার এবং সদস্যসচিব ড. কে. এম. আরিফুল কবীর।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুয়েট গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ উদ্দিন।
অলিম্পিয়াডের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুপুর ২টা ৩০ মিনিটে বুয়েটের পুরকৌশল ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বুয়েটের তাহজিব হাসান খান, দ্বিতীয় হন এম. এম. মোসাব্বির অন্তর এবং তৃতীয় স্থান অর্জন করেন মো. আশরাফুল ইসলাম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. বদরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আল-নকীব চৌধুরী।
এ ছাড়া বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম এবং এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম. নুরুল আলম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন অধ্যাপক ড. ইশরাত জাহান এবং ফলাফল ঘোষণা করেন অধ্যাপক ড. নাজমা পারভীন।