নির্বাচন কমিশন (ইসি) © লোগো
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার। গতকাল সোমবার (৫ জানুয়ারি) ছিল পোস্টাল ভোটের নিবন্ধনের শেষ দিন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন।
ভোটার নিবন্ধনে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়া (৮৪ হাজার ২৯২ জন) এবং তৃতীয় অবস্থানে রয়েছে কাতার (৭৬ হাজার ১৩৯ জন)।
বাংলাদেশ থেকে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন।