এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন বাণিজ্য প্রতিদিনের সম্পাদক

০৫ জুলাই ২০২৫, ০২:০৬ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৭:৩৯ AM
পুরস্কারের ক্রেস্ট ও সম্মাননার চেক তুলে দিচ্ছেন  অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

পুরস্কারের ক্রেস্ট ও সম্মাননার চেক তুলে দিচ্ছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ © সংগৃহীত

এসএমই পণ্য বাজারজাতকরণের চ্যালেঞ্জ ও তা দূর করার উপায় নিয়ে প্রতিবেদন করে ‘এসএমই ফাউন্ডেশন–ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন বাণিজ্য প্রতিদিনের সম্পাদক গিয়াস উদ্দিন। ‘বাজারজাত এবং অর্থের অভাবে প্রসারিত হচ্ছে না সম্ভাবনাময় এসএমই খাত’- শিরোনামে প্রতিবেদনের জন্য এ পুরস্কার অর্জন করেন তিনি। বুধবার (২ জুলাই) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য প্রতিদিনের সম্পাদক গিয়াস উদ্দিনের হাতে পুরস্কারের ক্রেস্ট ও সম্মাননার চেক তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মুশফিকুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কাশেম।

জুরি সদস্য হিসেবে ছিলেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, যমুনা টিভির প্রধান বার্তা সম্পাদক (সিএনই) মো. তৌহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মো. মফিজুর রহমান ও এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ আলম।

পুরস্কার পাওয়ার অনুভূতি হিসেবে তিনি বলেন, শুরতেই আমি আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি এই পুরস্কারের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রতিবেদনটি পাঠকদের কাছে সুন্দরভাবে তুলে ধরার জন্য বাণিজ্য প্রতিদিন এর সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 
তিনি বলেন,যে কোন প্রাপ্তি তার দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। বাংলাদেশের কর্মসংস্থান তৈরিতে এসএমই খাত অনেক বড় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। তবে এই খাতটিকে এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি পর্যায়ের সবাইকে এগিয়ে আসতে হবে। এই খাতের উদ্যোক্তারা সঠিক সুযোগ সুবিধা পেলে একদিকে যেমন দেশের বেকারত্ব কমবে,অন্যদিকে দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের ভুমিকা রাখতে পারবে।

চাঁদপুর জেলার সদর উপজেলার ১৪ নং রাজরাজেশ্বর ইউনিয়নের সন্তান গিয়াস উদ্দিন। ২০১০ সালে ঢাকায় সাংবাদিকতা শুরু করেন গিয়াস উদ্দিন। বাণিজ্য প্রতিদিন এর আগে তিনি সরকার অনুমোদিত অনলাইন নিউজ পোর্টাল সানবিডি২৪.কম এর সম্পাদক হিসেবে কাজ করেছেন। এর আগে দৈনি বাণিজ্য প্রতিদিন ও সানবিডির প্রধান প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। তার আগে দৈনিক আমার সংবাদ, অনলাইন নিউজ পোর্টাল অর্থসূচক,দৈনিক দেশ বর্তমান,অনলাইন নিউজ পোর্টাল বাংলা সংবাদ২৪.কম, দৈনিক বিবেক সংবাদ ও মাসিক নির্ভিক সংবাদ এর নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করেছেন।

গিয়াস উদ্দিন বর্তমানে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) এবং ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) স্থায়ী সদস্য।

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় সুখবর পেলেন ২০ প্রার্থী, কোন দলের ক…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বিভাগের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হলেন রাজব…
  • ১৯ জানুয়ারি ২০২৬
১০ দলের ৪৭ আসন ভাগ কবে, কীভাবে—নির্বাচনী ইশতেহার কেমন হবে?
  • ১৯ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার ১৫বছর পরেও প্রো-ভিসি, ট্রেজারার পায়নি বুটেক্স; আ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
মাদকের আখড়ায় নৌবাহিনীর অভিযান, আটক ৩
  • ১৯ জানুয়ারি ২০২৬
৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ চলতি মাসেই
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9