দেশে ১৩৯ জনের নমুনা পরীক্ষা, করোনা সনাক্ত কতজন?

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮০৭ জনে। শনিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩৯টি নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে সুস্থ হয়েছেন ৫ জন। ফলে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৪০১ জনে।

এর আগের দিন শুক্রবার (১৩ জুন) ১৭৪টি নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে করোনা শনাক্ত হয় এবং মৃত্যুবরণ করেন ২ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট, দুদিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন।

দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০২ জনের।


সর্বশেষ সংবাদ