করোনা প্রতিরোধে যে নির্দেশনা দিলেন মাউশি ডিজি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৭:৩৫ AM , আপডেট: ১৯ জুন ২০২৫, ১১:৩৯ AM
দেশে ফের চোখ রাঙানি দিচ্ছে করোনাভাইরাস। এ ভাইরাস যেন ফের মহামারী আকার ধারণ করতে না পারে সেজন্য একগুচ্ছ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের এসব নির্দেশনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব প্রতিষ্ঠানে মেনে চলতে অনুরোধ করা হয়েছে।
সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ অনুরোধ জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান। ফেসবুক পোস্টে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনাগুলো যুক্ত করে দেন তিনি।
প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান বলেন, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তারাধীন প্রতিষ্ঠানসমূহকে এই নির্দেশনা অনুসরণ/প্রতিপালনের যাবতীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো। কোভিড ১৯ প্রটোকল অনুসরণ বাধ্যতামূলক।’
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের এক নির্দেনায় বলা হয়, সম্প্রতি পার্শ্ববর্তী বিভিলা দেশে করোনা ভাইরানের নতুন সার ভ্যারিয়েন্ট বিশেষ করে অমিত্রন L1.7. XFG, JN 1 এবং NB.18.1 এর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে এর সংক্রমন প্রতিরোধে ভারত ও অন্যান্য সংক্রামক দেশ এবং বাংলাদেশ হতে ভারত এবং অন্যান্য সংক্রামক দেশে ভ্রমণরত নাগরিকদের জন্য দেশের সকল স্থল / নৌ/ বিমান বন্দরের আইএইচআর ডেস্ক সমুহে সাডেনাম জোরদার এবং রিস্ক কমুনিকেশন কার্যক্রম জোরদার কয়ে সচেতনতামূলক এবং ভ্রমণ সংক্রান্ত পরামর্শঃ
সংক্রমণ প্রতিরোধে নির্দেশনা সমূহ
বারবার প্রয়োজনমত সাবান দিয়ে হাত ধুবেন ( ২০ সেকেন্ড); নাক-মুখ ঢাকার জনা মাস্ক ব্যবহার করুন; আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে ৩ ফুট দূরে থাকতে হবে; অপরিস্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না; হাঁচি-কাশির সময় রাহু / টিস্যু/ কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখুন।
পয়েন্টস অব এন্ট্রি সমূহে করনীয়
দেশের বিভিন্ন স্থল/নৌ/ বিমান বন্দর সমূহে আইএইচআর (IHR-2005) স্বাস্থ্য ডেস্ক সমূহে সতর্ক থাকা, হেল স্ক্রিনিং এবং সার্ভেলাস জোরদার করুন; দেশের পয়েন্টস অব এন্ট্রি সমূহে থার্মাল স্তানার / ডিজিটাল হেড হেড থার্মোমিটারের মাধ্যমে নন টাচ টেকনিকে। তাপমাত্রা নির্ণয় করুন; চিকিৎসা কাজে স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমান মাছ গ্লোভস এবং রোগ প্রতিরোধী পোশাক মজুদ পিপিই (PPE); ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনা সমূহ প্রচার করুন; জরুরী প্রয়োজন ব্যতীত ভারত ও অন্যান্য আক্রান্ত দেশসমূহে ভ্রমণ করা থেকে বিরত থাকুন।
সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করনীয়
অসুস্থ হলে ঘরে থাকুন, মারাত্মক অসুস্থ হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন; রোগীর নাক-মুখ ঢাকার জন্য মা ব্যবহার করতে বলুন; প্রয়োজন হলে আইইডিসিয়ার এর হটলাইন নাম্বারে যোগাযোগ করুন ( 01801-196293)